স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৫, 11:44 PM
৭ ফেব্রুয়ারি থেকে টি–২০ বিশ্বকাপ, রোহিত শর্মা হলেন টুর্নামেন্টের শুভেচ্ছাদূত
ওভারভ্যালুয়েড শেয়ার–ঋণের ফাঁদে ICB, সরকারের ১ হাজার কোটি টাকার সহায়তায় কতটা বদলাবে অবস্থা?
ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পুরুষদের টি–২০ বিশ্বকাপ। টুর্নামেন্টের গ্রুপ পর্ব ও পূর্ণ সূচি প্রকাশ করেছে আইসিসি।
এ সময় সংস্থাটি বিশ্বকাপের শুভেচ্ছাদূত হিসেবে রোহিত শর্মার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। ২০২৪ টি–২০ বিশ্বকাপে ভারতকে শিরোপা জিতিয়ে আন্তর্জাতিক টি–২০ ক্রিকেট থেকে অবসর নেন ভারতের সাবেক অধিনায়ক।
রোহিত ২০০৭ সালের প্রথম টি–২০ বিশ্বকাপ থেকে ২০২৪ পর্যন্ত টানা নয়টি আসরে খেলেছেন। বিশ্বকাপে তাঁর সংগ্রহ ৪৭ ম্যাচে ১ হাজার ২২০ রান।
ঘোষণা উপলক্ষে রোহিত বলেন, ‘ভারতে বিশ্বকাপ ফিরিয়ে আনা ছিল অসাধারণ অর্জন। এবার শুভেচ্ছাদূত হিসেবে অংশ নিতে পারা বিশেষ অনুভূতি। বিশ্বকাপে অংশ নিতে যাওয়া সব ক্রিকেটারের জন্য শুভকামনা রইল। ভারতের আতিথেয়তার সঙ্গে দারুণ স্মৃতি যোগ হবে—এই প্রত্যাশা করছি।’