ঢাকা ২৬ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলামের পক্ষে ‘একটি বাক্স’ দেওয়ার ঘোষণা, অপপ্রচারের অভিযোগ ইসলামী আন্দোলনের আমিরের আদানির বিদ্যুৎ কিনতে বছরে ৪০০–৫০০ মিলিয়ন ডলার অতিরিক্ত দিচ্ছে বাংলাদেশ: জাতীয় কমিটি স্ত্রী-সন্তানের মরদেহ কারাফটকে, প্যারোল না পাওয়ায় প্রশ্নের মুখে প্রশাসন জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস আন্তর্জাতিক শিক্ষা দিবস ও শিক্ষার নতুন ভাবনা এনসিপির প্রার্থী তালিকায় তরুণদের দাপট চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলা

ইসলামের পক্ষে ‘একটি বাক্স’ দেওয়ার ঘোষণা, অপপ্রচারের অভিযোগ ইসলামী আন্দোলনের আমিরের

#

ডেস্ক রিপোর্ট

২৫ জানুয়ারি, ২০২৬,  11:34 PM

news image

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, “আমি আগেই ঘোষণা করেছিলাম ইসলামের পক্ষে একটি বাক্স দেব। সেই সম্ভাবনাও তৈরি করেছিলাম। কিন্তু এই সুযোগে কেউ কেউ ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখে ফেলেছেন। আমাদের ব্যবহার করতে চেয়েছিলেন, সেই পরিবেশ তৈরির জন্য কেচাল সৃষ্টি করেছিলেন। তবে আল্লাহ আমাদের হেফাজত করেছেন।”

রোববার ময়মনসিংহের ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল শাখার আয়োজনে জামিয়া নিয়ামতিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, “আমরা সমঝোতার নির্বাচনের কথা বলেছিলাম ইসলাম, দেশ ও মানবতার কল্যাণের চিন্তা করে—কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়। আমরা আল্লাহর ওপর ভরসা করেছি। আল্লাহ বলেছেন, ‘তোমাদের ভয় ও চিন্তা করার কিছু নেই, তোমরাই বিজয়ী হবে যদি মুমিনের চরিত্র অর্জন করো।’”

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, “আশা করি সরকার বিষয়টি নিরপেক্ষভাবে দেখবে।”

ইসলামী আন্দোলনকে নিয়ে অপপ্রচারের সমালোচনা করে তিনি বলেন, “যারা বলেন প্রচলিত আইনে দেশ চালাবেন, নির্বাচনী ব্যানারে লেখেন ‘নির্বাচনী ঐক্য’, কিন্তু ‘ইসলামী ঐক্য’ বলেন না—তারা ইসলাম বাস্তবায়ন করবেন না। এটাই বাস্তবতা।”

ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, “ইসলামের পক্ষে একটি বাক্স দেব—এটাই আমাদের অঙ্গীকার। ইসলামকে ক্ষমতায় নিতে হবে। এখন ইসলামের পক্ষে বাক্স একটাই আছে।”

এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই দাওয়াত নিয়ে মাঠে-ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ঘরে ঘরে হাত পাখা প্রতীকের দাওয়াত পৌঁছে দিতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে হাত পাখা প্রতীকের প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকী এবং ইত্তেফাকুল উলামা ত্রিশাল শাখার সভাপতি মাওলানা এখলাস উদ্দিনসহ অন্যরা।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি