সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
২২ জানুয়ারি, ২০২৬, 1:35 PM
উন্নয়নের নামে সম্পদ লুট হয়েছে: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত বছরগুলোতে উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় রয়েছে। দেশে ও বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে, আগামীতেও জনগণ ঐক্যবদ্ধভাবেই সব ষড়যন্ত্র মোকাবিলা করবে।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল এবং জনগণের স্বার্থ রক্ষাই তাদের প্রধান লক্ষ্য। দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি কাজ করে যাবে বলেও তিনি উল্লেখ করেন।
সম্পর্কিত