ঢাকা ২৬ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলামের পক্ষে ‘একটি বাক্স’ দেওয়ার ঘোষণা, অপপ্রচারের অভিযোগ ইসলামী আন্দোলনের আমিরের আদানির বিদ্যুৎ কিনতে বছরে ৪০০–৫০০ মিলিয়ন ডলার অতিরিক্ত দিচ্ছে বাংলাদেশ: জাতীয় কমিটি স্ত্রী-সন্তানের মরদেহ কারাফটকে, প্যারোল না পাওয়ায় প্রশ্নের মুখে প্রশাসন জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস আন্তর্জাতিক শিক্ষা দিবস ও শিক্ষার নতুন ভাবনা এনসিপির প্রার্থী তালিকায় তরুণদের দাপট চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলা

২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

#

স্পোর্টস ডেস্ক

১৮ নভেম্বর, ২০২৫,  11:35 PM

news image

হামজা চৌধুরী, শমিত সোম, শেখ মোরসালিন-নতুন প্রজন্মের তারুণ্যে বদলে যাচ্ছে লাল–সবুজের ফুটবল। যে বাংলাদেশ আগে হংকংয়ের বিপক্ষে লড়াই করলেই আশাবাদ খুঁজত, সেই বাংলাদেশ এখন ভারতের মতো প্রতিপক্ষকে আন্ডারডগ বানিয়ে দিচ্ছে। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ ১–০ গোলে হারিয়েছে ভারতকে। ২২ বছর পর ভারতবধের এ কীর্তি তৈরি হলো নতুন ইতিহাস।

দুই দলেরই মূল পর্বে ওঠার আশা আগেই শেষ। তবু মর্যাদার লড়াই বলে ম্যাচটিতে উত্তেজনার কমতি ছিল না একফোঁটাও। গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ-হামজাদের জন্য গর্জে উঠেছিল সমর্থকের ঢেউ।

মোরসালিনের গোল, উচ্ছ্বাসে ভাসে গ্যালারি

শুরুর দিক থেকেই আক্রমণাত্মক খেলায় ভারতকে চাপে রাখে বাংলাদেশ। তারই ফল, ম্যাচের ১৩তম মিনিটে শেখ মোরসালিনের দারুণ গোল। ডান দিক দিয়ে বল নিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে গতি ও দক্ষতার চমৎকার সমন্বয়ে পাস বাড়ান রাকিব হোসেন। সেই বল আলতো টোকায় জালে পাঠিয়ে উল্লাসে ফেটে পড়েন মোরসালিন। স্টেডিয়ামও যেন নেচে ওঠে।

হামজার অবিশ্বাস্য সেভ

গোল হজমের পর ভারত আক্রমণে মরিয়া হয়ে ওঠে। প্রথমার্ধে একটি নিশ্চিত গোলের সুযোগ তৈরি করেও ব্যর্থ হয় তারা। ফাঁকা পোস্টে বল ঢোকার মতো শট নিয়েছিল ভারত। ঠিক তখনই দৌড়ে গিয়ে হামজা চৌধুরীর অবিশ্বাস্য হেড ক্লিয়ারেন্স-ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। ডিফেন্ডার তারিক কাজী ইনজুরিতে মাঠ ছাড়ার পর কিছুটা চাপে পড়লেও দল সামলে ওঠে দ্রুত।

রক্ষণে দৃঢ়তা, ভারতের আক্রমণের দেয়াল ভেঙে যায়

দ্বিতীয়ার্ধে বল নিজের দখলে রেখে আরও আক্রমণে ওঠার চেষ্টা করে বাংলাদেশ। শেষ সময়ে ভারত চাপ বাড়ালেও রক্ষণে ছিলেন হামজা–শমিত, জায়ান–তপু—সবাই মিলেই দেয়াল হয়ে দাঁড়ান। গোলরক্ষক মিতুলও ছিলেন শাটডাউন মুডে। শেষ ১০ মিনিটে কয়েকটি আক্রমণ আসে ভারতের পক্ষ থেকে, কিন্তু জাল ভেদ করার সুযোগ পায়নি তারা।

২২ বছর পর ভারতবধ

২০০৩ সালে ঢাকায় সর্বশেষ ভারতকে হারিয়েছিল বাংলাদেশ (২–১ গোল)। এ পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৩০ বার-এর মধ্যে বাংলাদেশ জিতেছে মোট ৪ বার, সমতা ১৩, পরাজয় ১৩। এবারের বাছাইপর্বের প্রথম লেগেও শিলংয়ে হামজার অভিষেকে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি