নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর, ২০২৫, 3:36 PM
হানিফসহ চারজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় সূচনা বক্তব্য শেষ, সাক্ষ্যগ্রহণ ৮ ডিসেম্বর
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে প্রসিকিউশন তাদের সূচনা বক্তব্য উপস্থাপন শেষ করেছে।
আজ মঙ্গলবার বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আগামী ৮ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের নতুন দিন নির্ধারণ করে।
প্রসিকিউশনের পক্ষ থেকে সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি মামলার তথ্য-উপাত্ত, অডিও–ভিডিও, পত্রিকায় প্রকাশিত তথ্য, সাক্ষীর তালিকাসহ সব ধরনের প্রমাণ উপস্থাপনার কথা জানান।
অন্যদিকে আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন বলেন, “শুধু আওয়ামী লীগ করেন বলে যেন বিচার না হয়।”
মামলায় মোট ৩৮ জন সাক্ষী রয়েছেন—এর মধ্যে শহীদ পরিবারের ৮, প্রত্যক্ষদর্শী ৮, আহত ৮, আন্দোলনকারী ৬, পুলিশ ১, সাংবাদিক ১, জব্দ তালিকার সাক্ষী ২, বিশেষজ্ঞ ২, বিশেষ তদন্ত কর্মকর্তা ১ ও মূল তদন্ত কর্মকর্তা ১ জন।
হানিফ ছাড়াও বাকি তিন আসামি হলেন—কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
২০২৪ সালের জুলাই–আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়ায় গুলিতে নিহত ছয়জনের পরিবারের অভিযোগের ভিত্তিতেই