ঢাকা ২৭ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির ইসলামের পক্ষে ‘একটি বাক্স’ দেওয়ার ঘোষণা, অপপ্রচারের অভিযোগ ইসলামী আন্দোলনের আমিরের আদানির বিদ্যুৎ কিনতে বছরে ৪০০–৫০০ মিলিয়ন ডলার অতিরিক্ত দিচ্ছে বাংলাদেশ: জাতীয় কমিটি স্ত্রী-সন্তানের মরদেহ কারাফটকে, প্যারোল না পাওয়ায় প্রশ্নের মুখে প্রশাসন জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস আন্তর্জাতিক শিক্ষা দিবস ও শিক্ষার নতুন ভাবনা

জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

#

ডেস্ক রিপোর্ট

২৬ জানুয়ারি, ২০২৬,  10:58 PM

news image


সিরাজগঞ্জ সদর উপজেলায় জামায়াতে ইসলামীর এক নেতার বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা রিভলবার ঠেকিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী মো. জাকারিয়া সরকার সোমবার (২৬ জানুয়ারি) অজ্ঞাতনামা সাতজনকে আসামি করে সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি।

এর আগে রোববার (২৫ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

জাকারিয়া সরকার জানান, কড্ডা–বেলকুচি আঞ্চলিক সড়কের পাশে তার বাড়ি। রোববার রাতে সড়কের ওপর দীর্ঘ সময় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ঘটনার প্রায় ২০ মিনিট আগে তিনি বাড়ি থেকে বেরিয়ে কড্ডার মোড়ের দিকে যান। পরে তার বড় ছেলে বাড়িতে ঢোকার সময় এক ব্যক্তি তার পিছু নেয়। এরপর আরও দুজন বাড়িতে ঢুকে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ঘরে অবৈধ অস্ত্র আছে বলে দাবি করে।

এক পর্যায়ে ডাকাতরা তার বড় ছেলেকে ঘরের ভেতরে নিয়ে রিভলবার ও ছুরি ঠেকায়। এ সময় আরও কয়েকজন বাড়িতে ঢুকে নারীদের আটকে রাখে। তার ছোট ছেলে বাড়িতে ঢুকতেই মাথায় রিভলবার ও শরীরে দেশীয় অস্ত্র ঠেকিয়ে সবকিছু বের করে দিতে বাধ্য করা হয়। পরে আলমারি ভেঙে নগদ ৯২ হাজার ৬০০ টাকা, স্বর্ণালংকার ও ছয়টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাতরা।

তিনি জানান, সব মিলিয়ে ৪ লাখ ৯২ হাজার ৬০০ টাকার মালামাল লুট করা হয়েছে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সাতজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি