ডেস্ক রিপোর্ট
২৮ জুলাই, ২০২৫, 8:35 PM
স্বতন্ত্র আঞ্চলিক কমিশনের দাবিতে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
উত্তরাঞ্চলের বাজেট বৈষম্য ও উন্নয়নবঞ্চনার প্রতিবাদে এবং দুটি দাবির প্রেক্ষিতে রংপুরের মর্ডান মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ‘বেরোবি ও উত্তরাঞ্চলের ছাত্র জনতা’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীরা একই সঙ্গে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।
বিক্ষোভকারীরা বলেন, প্রতিবছরের জাতীয় বাজেটে রংপুরসহ উত্তরাঞ্চলের প্রতি বৈষম্য চলে আসছে। এই অবহেলার প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন।
শিক্ষার্থীদের মূল দুটি দাবি- (১) উত্তরবঙ্গের বাজেট বৈষম্য নিরসন ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে একটি স্বতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন। (২) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর।
প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা মর্ডান মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে। এতে রাস্তার দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে এবং যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়।
আন্দোলনের সমন্বয়কারী শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ বলেন, আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। দাবি বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি না এলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার মর্ডান মোড়ে ব্লকেড ও অসহযোগ আন্দোলন ঘোষণা করা হবে।”
এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী আশিকুর রহমান আশিক, রহমত আলী, শামসুর রহমান সুমন প্রমুখ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. নজির হোসেন বলেন, শিক্ষার্থীরা মর্ডান মোড় অবরোধ করে আন্দোলন করেছে। তবে জনদুর্ভোগ বিবেচনায় তারা এক ঘণ্টার মধ্যে আন্দোলনটি শেষ করে। আমরা যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক ছিলাম।