ঢাকা ২৬ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলামের পক্ষে ‘একটি বাক্স’ দেওয়ার ঘোষণা, অপপ্রচারের অভিযোগ ইসলামী আন্দোলনের আমিরের আদানির বিদ্যুৎ কিনতে বছরে ৪০০–৫০০ মিলিয়ন ডলার অতিরিক্ত দিচ্ছে বাংলাদেশ: জাতীয় কমিটি স্ত্রী-সন্তানের মরদেহ কারাফটকে, প্যারোল না পাওয়ায় প্রশ্নের মুখে প্রশাসন জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস আন্তর্জাতিক শিক্ষা দিবস ও শিক্ষার নতুন ভাবনা এনসিপির প্রার্থী তালিকায় তরুণদের দাপট চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলা

স্বতন্ত্র আঞ্চলিক কমিশনের দাবিতে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

#

ডেস্ক রিপোর্ট

২৮ জুলাই, ২০২৫,  8:35 PM

news image

উত্তরাঞ্চলের বাজেট বৈষম্য ও উন্নয়নবঞ্চনার প্রতিবাদে এবং দুটি দাবির প্রেক্ষিতে রংপুরের মর্ডান মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ‘বেরোবি ও উত্তরাঞ্চলের ছাত্র জনতা’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীরা একই সঙ্গে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।

বিক্ষোভকারীরা বলেন, প্রতিবছরের জাতীয় বাজেটে রংপুরসহ উত্তরাঞ্চলের প্রতি বৈষম্য চলে আসছে। এই অবহেলার প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন।

শিক্ষার্থীদের মূল দুটি দাবি- (১) উত্তরবঙ্গের বাজেট বৈষম্য নিরসন ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে একটি স্বতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন। (২) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর।

প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা মর্ডান মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে। এতে রাস্তার দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে এবং যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়।

আন্দোলনের সমন্বয়কারী শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ বলেন, আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। দাবি বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি না এলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার মর্ডান মোড়ে ব্লকেড ও অসহযোগ আন্দোলন ঘোষণা করা হবে।”

এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী আশিকুর রহমান আশিক, রহমত আলী, শামসুর রহমান সুমন প্রমুখ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. নজির হোসেন বলেন, শিক্ষার্থীরা মর্ডান মোড় অবরোধ করে আন্দোলন করেছে। তবে জনদুর্ভোগ বিবেচনায় তারা এক ঘণ্টার মধ্যে আন্দোলনটি শেষ করে। আমরা যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক ছিলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি