আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৫, 9:04 PM
সীমান্ত রক্তক্ষয়ের পর পাকিস্তান-আফগানিস্তানের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি
দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই মুসলিম দেশ পাকিস্তান ও আফগানিস্তান ভয়াবহ সীমান্ত সংঘর্ষের পর ৪৮ ঘণ্টার এক অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। বুধবার (১৫ অক্টোবর) থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটাই দুই দেশের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। গত সপ্তাহ থেকে শুরু হওয়া গোলাগুলিতে এক ডজনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উভয় পক্ষ জটিল হলেও সমাধানযোগ্য সীমান্ত সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধান খুঁজতে সংলাপ চালাবে।
তবে যুদ্ধবিরতির সূত্র নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। ইসলামাবাদ বলছে, আফগান তালেবান সরকারের অনুরোধেই এই সিদ্ধান্ত হয়েছে। অপরদিকে কাবুল দাবি করেছে, পাকিস্তানের অনুরোধেই যুদ্ধবিরতি মেনে নিয়েছে তারা।
এদিকে সংঘর্ষের মধ্যেই পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি নিউজ। তাদের দাবি, আফগান তালেবানের ‘বর্ডার ব্রিগেড’সহ কয়েকটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে।
আফগান সরকার পাকিস্তানের এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন।
বিশ্লেষকরা বলছেন, সীমান্তে টিটিপি (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) ও অন্যান্য জঙ্গি কার্যক্রমই মূলত দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের কারণ হয়ে দাঁড়িয়েছে।