সংবাদ শিরোনাম
স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৫, 11:51 PM
শেষ মুহূর্তের গোলে বার্সার রোমাঞ্চ জয়, ক্লাসিকোর আগে স্বস্তির নিশ্বাস
সময় তখন প্রায় ফুরিয়ে এসেছে। ম্যাচটা ড্রয়ের দিকেই যাচ্ছিল। এমন সময় ৯৩তম মিনিটে রোনাল্ড আরাউহোর মাথা থেকে আসা এক নিখুঁত হেডে যেন আবারও প্রাণ ফিরে পেল বার্সেলোনা। ইনজুরিতে লেভানডভস্কি, রাফিনিয়া ও ফেরান তোরেসকে ছাড়াই মাঠে নেমে ২-১ গোলের নাটকীয় জয় তুলে নেয় হান্সি ফ্লিকের দল।
তবে এই জয় যতটা রোমাঞ্চ জাগিয়েছে, ততটাই চিন্তার মেঘ ছড়িয়েছে বার্নাব্যুর মাঠে আসন্ন ‘এল ক্লাসিকো’কে ঘিরে।
ম্যাচের শুরুতে ‘মায়ামি ম্যাচ’ বিতর্কে প্রতিবাদ জানিয়ে প্রথম ১৫ সেকেন্ড খেলা বন্ধ রাখে দুই দল। এরপরই শুরু হয় বার্সার আক্রমণ ঝড়। ১২তম মিনিটে লামিন ইয়ামালের পাস থেকে পেদ্রির গোল এনে দেয় লিড। কিন্তু কর্নার থেকে অ্যাক্সেল উইটসেলের বাইসাইকেল কিকে সমতায় ফেরে জিরোনা।
শেষ মুহূর্ত পর্যন্ত দারুণ লড়াই চলে দুই দলের। ফ্লিকের কৌশল ও তরুণদের দারুণ লড়াই সত্ত্বেও গোলের দেখা পাচ্ছিল না বার্সা। অবশেষে ইনজুরি টাইমে দে ইয়ংয়ের ক্রসে হেড করে জয় এনে দেন আরাউহো।
এই জয়ে সমালোচনার মুখে থাকা বার্সেলোনা কিছুটা স্বস্তি পেলেও কোচ ফ্লিক জানেন—রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াইয়ের আগে রক্ষণভাগের দুর্বলতা আর গোলের খরা এখনো বড় চিন্তা।
সম্পর্কিত