আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই, ২০২৫, 1:13 PM
শান্তির বার্তায় পরমাণু পাকিস্তান, তবু রয়ে গেল কৌশলগত টানাপোড়েন
যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক আরও গভীর করতে ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার (২৫ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকে আঞ্চলিক শান্তি, সন্ত্রাসবাদ, বিনিয়োগ এবং তথ্যপ্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
বৈঠকে মার্কো রুবিও বলেন, “পাকিস্তান আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে গঠনমূলক ভূমিকা রেখে আসছে।” তিনি পাকিস্তানের অবস্থানকে ‘ইতিবাচক ও গুরুত্বপূর্ন’ বলে অভিহিত করেন।
প্রথমবার সরাসরি মুখোমুখি হন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে তারা টেলিফোনে যোগাযোগ করেছিলেন। দার জানান, “পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ, তবে আমরা সংঘাত চাই না। ভারত আমাদের বদনাম করতে সন্ত্রাসবাদের আশ্রয় নিচ্ছে।”
ইসহাক দার আরও বলেন, “পাক-ভারত যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের মধ্যস্থতা গুরুত্বপূর্ণ ছিল।” এ সময় তিনি প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কো রুবিওর ভূমিকার প্রশংসা করেন।
বৈঠকে তথ্যপ্রযুক্তি, এআই, বাণিজ্য, বিনিয়োগ ও সন্ত্রাসবাদ বিরোধী সহায়তা বাড়ানো নিয়ে আলোচনা হয়। পাকিস্তানকে বিনিয়োগের জন্য সম্ভাবনাময় গন্তব্য হিসেবে তুলে ধরেন দার।
একই সঙ্গে ইরানকে ঘিরে চলমান উত্তেজনায় পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তাদের ভাষ্য, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের সদিচ্ছা ও কার্যকর ভূমিকার জন্য যুক্তরাষ্ট্র কৃতজ্ঞ।