নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৫, 11:15 PM
রেলওয়ের ৩৫৮ কোটি টাকা আত্মসাত: সাবেক ডিজি শামসুজ্জামানসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
রেলওয়ের একটি প্রকল্পে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ৩৫৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মহাপরিচালক (ডিজি) শামসুজ্জামানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুদকের উপসহকারী পরিচালক মো. হাবিবুর রহমান কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
অভিযুক্ত অন্যরা হলেন—রেলওয়ের পরিচালক মৃণাল কান্তি ধনিক, প্রকল্প পরিচালক আব্দুল মতিন চৌধুরী, অতিরিক্ত প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আহমেদ মাহবুব চৌধুরী, সাবেক মহাব্যবস্থাপক হারুন-অর-রশীদ এবং মো. মিজানুর রহমান।
মামলায় বলা হয়, ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে ‘রোলিং স্টক অপারেশনস ইমপ্রোভমেন্ট প্রজেক্ট’-এর অধীনে ১২৫টি লাগেজ ভ্যান কেনার নামে মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়। প্রকল্পের বাস্তব চাহিদা, উপযোগিতা, সম্ভাব্যতা যাচাই এবং বাজার মূল্যায়ন ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ভ্যান কেনা হয়—যার ফলে রাষ্ট্রীয় ৩৫৮ কোটি টাকার ক্ষতি হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।