আন্তর্জাতিক ডেস্ক
১৭ ডিসেম্বর, ২০২৫, 4:24 PM
যুক্তরাষ্ট্রে ভ্রমণে আরও সাত দেশের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা, তালিকায় সিরিয়া ও ফিলিস্তিন পাসপোর্টধারীরা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে আরও সাতটি দেশের নাগরিকদের ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন তালিকায় সিরিয়াসহ বেশ কয়েকটি আফ্রিকান ও এশীয় দেশ রয়েছে। পাশাপাশি ফিলিস্তিন ভূখণ্ডের পাসপোর্টধারীদের ওপরও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
হোয়াইট হাউসের এক ঘোষণায় বলা হয়েছে, ‘আমেরিকানদের জন্য হুমকি হতে পারে’—এমন বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণায় আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, সরকার কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের নীতির ক্ষতি করতে পারে—এমন ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ করতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নতুন করে যেসব দেশের ওপর পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেগুলো হলো—সিরিয়া, বুরকিনা ফাসো, মালি, নাইজার, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান ও লাওস।
এ ছাড়া ফিলিস্তিন ভূখণ্ডের পাসপোর্টধারীরাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন। যদিও যুক্তরাষ্ট্র এখনো ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।
একই সঙ্গে ট্রাম্প প্রশাসন আফ্রিকার আরও কয়েকটি দেশের নাগরিকদের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব দেশের মধ্যে রয়েছে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া, পাশাপাশি আইভরি কোস্ট ও সেনেগাল। উল্লেখ্য, আইভরি কোস্ট ও সেনেগাল আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করবে।
হোয়াইট হাউস জানিয়েছে, বিশ্বকাপে অংশ নিতে আসা খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে নিষিদ্ধ বা আংশিক নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলোর সমর্থকদের বিষয়ে কোনো স্পষ্ট আশ্বাস দেওয়া হয়নি।
সব মিলিয়ে নতুন এই সিদ্ধান্তের ফলে মার্কিন ভ্রমণ বিধিনিষেধের আওতায় পড়েছে প্রায় ৪০টি দেশ। এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।