নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৫, 11:19 PM
মির্জা ফখরুল: ‘বিদেশে নেওয়ার সব প্রস্তুতি রাখা হলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনুপযোগী’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও তার বর্তমান শারীরিক অবস্থা সেই ধকল সহ্য করার মতো নয় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আল্লাহর রহমতে যদি শারীরিক অবস্থা স্থিতিশীল হয়, তখন বিদেশে নেওয়ার বিষয়ে চিন্তা করা হবে।’
ফখরুল জানান, এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার অবস্থার অবনতি দেখা দেওয়ায় দেশি ও বিদেশি বিশেষজ্ঞ–চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড দীর্ঘ সময় ধরে বৈঠক করেছে। বোর্ডের চিকিৎসকেরা জানাচ্ছেন—বিদেশে নেওয়া প্রয়োজন হতে পারে, তবে বর্তমান শারীরিক অবস্থায় তার পক্ষে বিদেশযাত্রা ঝুঁকিপূর্ণ।