ঢাকা ২৭ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির ইসলামের পক্ষে ‘একটি বাক্স’ দেওয়ার ঘোষণা, অপপ্রচারের অভিযোগ ইসলামী আন্দোলনের আমিরের আদানির বিদ্যুৎ কিনতে বছরে ৪০০–৫০০ মিলিয়ন ডলার অতিরিক্ত দিচ্ছে বাংলাদেশ: জাতীয় কমিটি স্ত্রী-সন্তানের মরদেহ কারাফটকে, প্যারোল না পাওয়ায় প্রশ্নের মুখে প্রশাসন জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস আন্তর্জাতিক শিক্ষা দিবস ও শিক্ষার নতুন ভাবনা

ভূমিকম্প–ঝুঁকি মোকাবিলায় জরুরি বৈঠক, প্রস্তুতি জোরদারে বিশেষজ্ঞদের লিখিত পরামর্শ চান প্রধান উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২৫,  11:50 PM

news image

ভূমিকম্প–ঝুঁকি মোকাবিলায় করণীয় নির্ধারণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দেশের শীর্ষ ভূমিকম্প–বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয় অধ্যাপকরা অংশ নেন।

প্রেস উইংয়ের পাঠানো বিবৃতিতে জানানো হয়, সাম্প্রতিক ভূমিকম্প নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত নেওয়া অত্যন্ত জরুরি। গত শুক্রবার ও শনিবার কয়েক দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পরিপ্রেক্ষিতে এ বৈঠক হয়।

প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞদের আহ্বান জানান, “আমরা হাত গুটিয়ে থাকতে চাই না, আবার অবৈজ্ঞানিক কোনো পদক্ষেপও নেব না। খুব দ্রুত লিখিত পরামর্শ দিন—সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত।” তিনি জানান, বিশেষজ্ঞ কমিটি ও একাধিক টাস্কফোর্স গঠনের কাজ চলছে।

বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, দুর্যোগ উপদেষ্টা ফারুক ই আজমসহ সরকারের কয়েকজন উপদেষ্টা। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, এমআইএসটি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা।

সাম্প্রতিক মৃত্যুদুর্ঘটনার প্রসঙ্গ তুলে প্রধান উপদেষ্টা বলেন, “এ রকম ঘটনা আর যেন না ঘটে—সে জন্য আমাদের অবশ্যই প্রস্তুতি নিতে হবে।”

বৈঠকে সিদ্ধান্ত হয়—বিশেষজ্ঞদের লিখিত সুপারিশ পাওয়ার পর সরকার অতি দ্রুত টাস্কফোর্স গঠন করে ভূমিকম্প–সংক্রান্ত প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নেবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি