ঢাকা ২৬ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলামের পক্ষে ‘একটি বাক্স’ দেওয়ার ঘোষণা, অপপ্রচারের অভিযোগ ইসলামী আন্দোলনের আমিরের আদানির বিদ্যুৎ কিনতে বছরে ৪০০–৫০০ মিলিয়ন ডলার অতিরিক্ত দিচ্ছে বাংলাদেশ: জাতীয় কমিটি স্ত্রী-সন্তানের মরদেহ কারাফটকে, প্যারোল না পাওয়ায় প্রশ্নের মুখে প্রশাসন জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস আন্তর্জাতিক শিক্ষা দিবস ও শিক্ষার নতুন ভাবনা এনসিপির প্রার্থী তালিকায় তরুণদের দাপট চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলা

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি চায় যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক, ইসরায়েল নীতিতে বাড়ছে বিরোধিতা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ অক্টোবর, ২০২৫,  12:20 AM

news image

যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক মনে করেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত। সম্প্রতি রয়টার্স ও ইপসোসের যৌথ জরিপে দেখা গেছে, ৮০ শতাংশ ডেমোক্র্যাট ও ৪১ শতাংশ রিপাবলিকান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পক্ষে মত দিয়েছেন।

ছয় দিনব্যাপী এই অনলাইন জরিপটি সোমবার শেষ হয়। এতে অংশগ্রহণকারীদের ৫৯ শতাংশ বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া। বিপক্ষে মত দিয়েছেন ৩৩ শতাংশ, বাকিরা ছিলেন অনিশ্চিত বা মন্তব্য থেকে বিরত।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের জনগণের মনোভাব এই মুহূর্তে প্রশাসনের ইসরায়েলপন্থী অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষত গাজায় ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণের ঘটনায় ৬০ শতাংশ আমেরিকান মনে করেন, তেল আবিবের প্রতিক্রিয়া ‘অতিরিক্ত’ ছিল।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ব্রিটেন, কানাডা, ফ্রান্স ও অস্ট্রেলিয়া ইতোমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ইসরায়েল এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেও, পশ্চিমা দেশগুলোর এই অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে নতুন ধারা তৈরি করছে।

অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের ইসরায়েলপন্থী নীতি সমালোচিত হলেও সাম্প্রতিক যুদ্ধবিরতি উদ্যোগে তার জনসমর্থন কিছুটা বেড়েছে। জরিপে দেখা যায়, ৫১ শতাংশ আমেরিকান মনে করেন শান্তি সফল হলে ট্রাম্প কৃতিত্ব পাওয়ার যোগ্য, যেখানে ৪২ শতাংশ দ্বিমত পোষণ করেন।

রয়টার্স ও ইপসোস জরিপ অনুযায়ী, ট্রাম্পের সামগ্রিক পররাষ্ট্রনীতি বিষয়ে জনসমর্থন বেড়ে ৩৮ শতাংশে পৌঁছেছে, যা গত জুলাইয়ের পর সর্বোচ্চ।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের জনগণ এখন এক নতুন বাস্তবতা স্বীকার করছে— ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে নিরপেক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গি ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়।

সূত্র: রয়টার্স, ইপসোস

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি