ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
ফ্রস্ট ব্লাস্ট টি-২০: রানার্স-আপ বসুন্ধরা স্ট্রাইকার্স হ্যাটট্রিকে নায়ক নেইমার, অবনমন দুঃস্বপ্ন এড়ানোর স্বপ্নে সান্তোস ওমানকে ১৩–০ গোলে উড়িয়ে জুনিয়র বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ বাংলাদেশের ‘গাজায় অভিযান আরও শক্তিশালী হবে’—হামলার পর হুঁশিয়ারি ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রীর ভারত থেকে দেশে ফিরেছেন ১৮৬ বাংলাদেশি, বিএসএফ বলছে ‘স্বেচ্ছায় প্রত্যাবর্তন বাড়ছে’ ‘নির্বাচন ছাড়া বিকল্প নেই’- জাতীয় প্রেস ক্লাবে মান্না আরও ৩৬ আসনে প্রার্থীর নাম প্রকাশ করল বিএনপি, মোট তালিকা ২৭২ ঢাকায় আসছেন জুবাইদা রহমান, অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে ফেরার প্রস্তুতি ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি আদিয়ালা কারাগারে ইমরান খানকে দেখে বললেন বোন উজমা—‘তিনি পুরোপুরি সুস্থ’

প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় শেখ হাসিনা ৫ বছর, শেখ রেহানা ৭ বছর, টিউলিপ সিদ্দিকের ২ বছরের দণ্ড

#

নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর, ২০২৫,  12:36 PM

news image

রাজউকের পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার বোন শেখ রেহানাকে ৭ বছর এবং শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি টিউলিপ সিদ্দিককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং শেখ রেহানাকেও এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ মামলার বাকি ১৪ আসামির প্রত্যেককে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। আসামিদের মধ্যে রাজউক, গণপূর্ত মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের সাবেক ও বর্তমান কর্মকর্তারা রয়েছেন। এদের একজন—রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম—বর্তমানে কারাগারে আটক আছেন।

দণ্ডপ্রাপ্ত অন্যান্য ১৪ জন হলেন- মো. সাইফুল ইসলাম সরকার, প্রশাসনিক কর্মকর্তা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়; পুরবী গোলদার, সিনিয়র সহকারী সচিব; অলিউল্লাহ, অতিরিক্ত সচিব; কাজী ওয়াছি উদ্দিন, সচিব; মো. আনিছুর রহমান মিঞা, পিএ, রাজউকের সাবেক চেয়ারম্যান; মোহাম্মদ খুরশীদ আলম, সাবেক সদস্য (কারাবন্দি); তন্ময় দাস; মোহাম্মদ নাসির উদ্দীন; মেজর সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.); মো. নুরুল ইসলাম, সাবেক পরিচালক, রাজউক; মাজহারুল ইসলাম, সহকারী পরিচালক; নায়েব আলী শরীফ, উপপরিচালক; মোহাম্মদ সালাহ উদ্দিন, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব–১; শরীফ আহমেদ, সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী।

দুদকের করা মামলার অভিযোগে বলা হয়, শেখ রেহানা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেন। এ বিষয়ে চলতি বছরের ১৩ জানুয়ারি মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক সালাহউদ্দিন। পরে তদন্ত করে দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

রায় ঘোষণার পরপরই রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শেখ পরিবারের তিন সদস্যের দণ্ডাদেশ দেশি–বিদেশি মহলেও ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি