ঢাকা ২৬ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলামের পক্ষে ‘একটি বাক্স’ দেওয়ার ঘোষণা, অপপ্রচারের অভিযোগ ইসলামী আন্দোলনের আমিরের আদানির বিদ্যুৎ কিনতে বছরে ৪০০–৫০০ মিলিয়ন ডলার অতিরিক্ত দিচ্ছে বাংলাদেশ: জাতীয় কমিটি স্ত্রী-সন্তানের মরদেহ কারাফটকে, প্যারোল না পাওয়ায় প্রশ্নের মুখে প্রশাসন জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস আন্তর্জাতিক শিক্ষা দিবস ও শিক্ষার নতুন ভাবনা এনসিপির প্রার্থী তালিকায় তরুণদের দাপট চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলা

নড়িয়া সরকারি কলেজে মহান বিজয় দিবস উদযাপন

#

বিজ্ঞপ্তি

১৬ ডিসেম্বর, ২০২৫,  11:54 PM

news image

প্রতি বছরের ন্যায় এবারও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে শরীয়তপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নড়িয়া সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর নড়িয়া সরকারি কলেজের সকল শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম ছাইদুর রহমানের নেতৃত্বে শহীদ স্মৃতি বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। 

সকাল দশটায় কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক নাজিম উদ্দিন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম ছাইদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-কর্মকর্তা পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহীন মিয়া। এছাড়াও কলেজের অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান, সকল শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর এস এম ছাইদুর রহমান বলেন, মহান বিজয় দিবস আমাদের গৌরব, ত্যাগ ও আত্মমর্যাদার প্রতীক। মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই আজকের প্রজন্মের প্রধান চ্যালেঞ্জ। এজন্য শিক্ষার্থীদের সচেতন, দেশপ্রেমিক ও সত্যনিষ্ঠ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে কলেজ মাঠে শিক্ষক-ছাত্র প্রীতি ভলিবল ম্যাচ আয়োজন করা হয়। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি