নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর, ২০২৫, 8:31 PM
জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট: ব্যালটের রঙ আলাদা রাখার সিদ্ধান্ত
জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট। ভোটারদের বিভ্রান্তি এড়াতে সংসদ নির্বাচনের ব্যালটপত্র থাকবে সাদা, আর গণভোটের ব্যালট হবে রঙিন—বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আজ মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘গণভোট অধ্যাদেশ–২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের পর ব্রিফিংয়ে তিনি বলেন—
গণভোটে একটিমাত্র প্রশ্ন থাকবে:
জাতীয় সনদ আদেশ ও সংবিধান–সংক্রান্ত জুলাই সংস্কারে ভোটারের সম্মতি আছে কি না।
উত্তর হবে দুইটি অপশন—‘হ্যাঁ’ বা ‘না’।
নিরক্ষর ও কম শিক্ষিত ভোটারদের জন্য বিভ্রান্তি দূর করতে ব্যাপক প্রচারণা চালানো হবে বলে জানান তিনি। প্রচারণার কাজে নির্বাচন কমিশন ছাড়াও সরকারের কয়েকটি দপ্তর যুক্ত থাকবে।
গণভোট ও জাতীয় নির্বাচনে একই সিল ব্যবহার করা হবে।
গণভোটের দায়িত্ব পালন করবেন জাতীয় নির্বাচনের জন্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারাই।