ঢাকা ২৬ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলামের পক্ষে ‘একটি বাক্স’ দেওয়ার ঘোষণা, অপপ্রচারের অভিযোগ ইসলামী আন্দোলনের আমিরের আদানির বিদ্যুৎ কিনতে বছরে ৪০০–৫০০ মিলিয়ন ডলার অতিরিক্ত দিচ্ছে বাংলাদেশ: জাতীয় কমিটি স্ত্রী-সন্তানের মরদেহ কারাফটকে, প্যারোল না পাওয়ায় প্রশ্নের মুখে প্রশাসন জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস আন্তর্জাতিক শিক্ষা দিবস ও শিক্ষার নতুন ভাবনা এনসিপির প্রার্থী তালিকায় তরুণদের দাপট চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলা

কুড়িগ্রাম-৩ আসনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল, আপিলের সুযোগ ৫–১১ জানুয়ারি

#

ডেস্ক রিপোর্ট

০৫ জানুয়ারি, ২০২৬,  12:57 AM

news image

কুড়িগ্রাম-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই শেষে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাতিল হওয়া প্রার্থীরা হলেন—জামায়াতের মাহবুব আলম সালেহী ও স্বতন্ত্র প্রার্থী (বিএনপির মনোনয়নবঞ্চিত) মো. আব্দুল খালেক।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, শুক্রবার (২ জানুয়ারি) মনোনয়নপত্র বাছাইয়ের দ্বিতীয় কার্যদিবসে সাতজন প্রার্থীর মনোনয়ন যাচাই করা হয়। এতে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রথমে স্থগিত এবং পরে চূড়ান্তভাবে বাতিল করা হয়। একই সঙ্গে মো. আব্দুল খালেকের মনোনয়নও অবৈধ ঘোষণা করা হয়। কুড়িগ্রাম-৩ আসনের বাকি প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া কুড়িগ্রাম-৪ আসনে দাখিল করা সব প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আসাদুজ্জামান বলেন, জামায়াত প্রার্থীর ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্বের প্রমাণ থাকায় আইন অনুযায়ী তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি বৈধ কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের বিষয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ১ শতাংশ ভোটারের স্বাক্ষর যাচাইয়ে সত্যতা না পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।”

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ জানান, নির্বাচন বিধিমালা অনুযায়ী আগামী ৫ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকবে। উচ্চ আদালত থেকে কোনো প্রার্থী বৈধতা পেলে নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়ার এখতিয়ার প্রশাসনের নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি