আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর, ২০২৫, 10:58 PM
কুনার বাঁধ নিয়ে অশান্তি: ইস্তানবুল আলোচনা না হলে ‘উন্মুক্ত যুদ্ধ’ হুঁশিয়ারি পাকিস্তানের
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত ও কুনার নদীর উপর বাঁধ নির্মাণকে কেন্দ্র করে অঞ্চলে চাপা উত্তেজনা বিরাজ করছে। ইস্তানবুলে চলমান দ্বিপাক্ষিক আলোচনা ব্যর্থ হলে “উন্মুক্ত যুদ্ধ” পর্যন্ত পরিস্থিতি পৌঁছে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ।
আসিফ জানান, ইস্তানবুলে চলমান আলোচনায় চুক্তি হলে পরিস্থিতি শান্ত থাকবে; গত চার-৫ দিনে নতুন কোনো সংঘর্ষ হয়নি এবং কিছুটা যুদ্ধবিরতি মেনে চলা হচ্ছে। তবে যদি আলোচনায় সমাধান না আসে, তাহলে উভয়পক্ষ “উন্মুক্ত যুদ্ধের” অবস্থায় যেতে পারে এবং পাকিস্তান ছাড় দেবে না—এমন প্রতিশ্রুতি তার কথায় আছে।
একই সময়ে তালেবান শীর্ষনেতার নির্দেশে আফগানিস্তানের জ্বালানি ও পানি মন্ত্রণালয় কুনার নদীর ওপর নতুন বাঁধ নির্মাণ শুরু করতে তৎপর—সংবাদে বলা হয়েছে, তাঁরা বিদেশি কোম্পানির অপেক্ষা না করে দেশীয় প্রতিষ্ঠান দিয়ে কাজ শুরু করতে বলেছে। আফগান প্রেসনোটে বলা হয়েছে, কুনার নদীর পানি আফগানদের নিজস্ব ব্যবস্থাপনার অধিকার।
বিশেষ চোখে দেখা হচ্ছে—কুনার নদীর পানি পাকিস্তানের শুষ্ক অঞ্চলের অন্যতম উৎস; নদীর প্রবাহে সামান্য বাধাও পাকিস্তানিদের জন্য বড় প্রভাব ফেলতে পারে। তাই ইস্তানবুল আলোচনায় নদীর পানি বন্টন ইস্যুও উঠে আসতে পারে।