ঢাকা ২৭ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির ইসলামের পক্ষে ‘একটি বাক্স’ দেওয়ার ঘোষণা, অপপ্রচারের অভিযোগ ইসলামী আন্দোলনের আমিরের আদানির বিদ্যুৎ কিনতে বছরে ৪০০–৫০০ মিলিয়ন ডলার অতিরিক্ত দিচ্ছে বাংলাদেশ: জাতীয় কমিটি স্ত্রী-সন্তানের মরদেহ কারাফটকে, প্যারোল না পাওয়ায় প্রশ্নের মুখে প্রশাসন জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস আন্তর্জাতিক শিক্ষা দিবস ও শিক্ষার নতুন ভাবনা

আগুনে পুড়ে যাওয়া কড়াইলবাসীদের পাশে দাড়ালো দেশবন্ধু গ্রুপ

#

বিজ্ঞপ্তি

০১ ডিসেম্বর, ২০২৫,  6:21 PM

news image

রাজধানীর কড়াইল বস্তিতে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে মানবিক উদ্যোগ নিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে দেশবন্ধু গ্রুপ। আজ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাকির হোসেন,পরিচালক মাইনুল ইসলাম লাল, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) ইদ্রিসুর রহমান, এছাড়াও গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অসহায় এসব মানুষের পাশে দাঁড়াতে দেশবন্ধু গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্য আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে বিনামূল্যে তুলে দেন কর্মকর্তারা। ত্রাণসামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা স্বস্তি ফিরে পায়।

এই সময় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাকির হোসেন বলেন “কড়াইলের এই অসহায় মানুষগুলো সবকিছু হারিয়ে চরম দুর্দশায় পড়েছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। দেশবন্ধু গ্রুপ সবসময়ই জনগণের সংকটে পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে বহু পরিবার ঘরবাড়ি, সম্পদ ও জীবনযাপনের প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। দেশবন্ধু গ্রুপের এই দ্রুত ও সময়োপযোগী মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মুখে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দেশবন্ধু গ্রুপের এই উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দেশবন্ধু গ্রুপ দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশব্যাপী বিভিন্ন দুর্যোগে ত্রাণ, খাদ্যসহায়তা ও মানবিক সেবা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এসব কার্যক্রম আরও বিস্তৃতভাবে চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি