ঢাকা ২৬ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলামের পক্ষে ‘একটি বাক্স’ দেওয়ার ঘোষণা, অপপ্রচারের অভিযোগ ইসলামী আন্দোলনের আমিরের আদানির বিদ্যুৎ কিনতে বছরে ৪০০–৫০০ মিলিয়ন ডলার অতিরিক্ত দিচ্ছে বাংলাদেশ: জাতীয় কমিটি স্ত্রী-সন্তানের মরদেহ কারাফটকে, প্যারোল না পাওয়ায় প্রশ্নের মুখে প্রশাসন জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস আন্তর্জাতিক শিক্ষা দিবস ও শিক্ষার নতুন ভাবনা এনসিপির প্রার্থী তালিকায় তরুণদের দাপট চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলা

আগা খান ৪র্থ আসওয়ান ,মিশরে শায়িত হলেন

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ ফেব্রুয়ারি, ২০২৫,  1:28 PM

news image

৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে, মহামান্য প্রিন্স করিম আগা খান ৪র্থ কে মিশরের আসওয়ানে একটি ব্যক্তিগত দাফন অনুষ্ঠানে সমাহিত করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫০তম ইসমাইলি ইমাম প্রিন্স রহিম আগা খান ৫ম, তার পরিবারের সদস্যবৃন্দ এবং বিশ্ব ইসমাইলি সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

আসওয়ানের গভর্নর সম্মানসূচকভাবে শহরের মধ্য দিয়ে নীল নদের তীরে একটি মর্যাদাপূর্ণ শোভাযাত্রার আয়োজন ও অংশগ্রহণ করেন। প্রয়াত প্রিন্স করিম আগা খান ৪র্থ এর কফিনটি নৌকায় করে আনুষ্ঠানিকভাবে ভিলা নূর এল সালাম এবং আগা খান ৩য় এর সমাধিস্থল সংলগ্ন ব্যক্তিগত এলাকায় নেওয়া হয়। পরিবারের সদস্যদের নেতৃত্বে কফিনটি হাতে বহন করে পাহাড়ের উপরে নীল নদকে উপেক্ষা করে থাকা বিদ্যমান সমাধিস্থলে সমাহিত করা হয়।

মুসলিম প্রথা অনুযায়ী অনুষ্ঠানগুলি সম্পন্ন হওয়ার পর, উপস্থিত নেতৃবৃন্দ পরিবারকে সমবেদনা জানানোর সুযোগ পান।অনুষ্ঠান শেষে, আসওয়ানের গভর্নর মেজর জেনারেল ড. ইসমাইল কামাল, প্রিন্স রহিম আগা খান ৫ম-কে সম্মানসূচকভাবে আসওয়ান শহরের প্রতীকী চাবি উপহার দেন।

মিশর ছিল ফাতিমিদ খিলাফতের কেন্দ্র, যা ১০ম ও ১১শ শতাব্দীতে ইসমাইলি ইমামদের দ্বারা পরিচালিত হয়েছিল। ফাতিমিদ ইমাম-খলিফারা কায়রো শহর প্রতিষ্ঠা করেন, যা শিক্ষা, সংস্কৃতি এবং বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র ছিল। তাদের বহুত্ববাদ, শিক্ষা এবং শিল্পকলার সমর্থন বিজ্ঞানের, স্থাপত্যের এবং দর্শনের ক্ষেত্রে অগ্রগতির দিকে নিয়ে যায়, এবং তাদের উত্তরাধিকার আজও অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতিতে প্রতিফলিত হয়।

আসওয়ান হল স্যার সুলতান মোহাম্মদ শাহ আগা খান ৩য় এবং তার স্ত্রী মাত সালামতের চূড়ান্ত বিশ্রামের স্থান। তারা উভয়েই আসওয়ানের জনগণের সাথে উষ্ণ সম্পর্ক উপভোগ করতেন, যা প্রয়াত প্রিন্স করিম এবং তার পরিবার ওম হাবিবা ফাউন্ডেশন এবং আগা খান ফাউন্ডেশনের কাজের মাধ্যমে বজায় রেখেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি