ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
ফ্রস্ট ব্লাস্ট টি-২০: রানার্স-আপ বসুন্ধরা স্ট্রাইকার্স হ্যাটট্রিকে নায়ক নেইমার, অবনমন দুঃস্বপ্ন এড়ানোর স্বপ্নে সান্তোস ওমানকে ১৩–০ গোলে উড়িয়ে জুনিয়র বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ বাংলাদেশের ‘গাজায় অভিযান আরও শক্তিশালী হবে’—হামলার পর হুঁশিয়ারি ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রীর ভারত থেকে দেশে ফিরেছেন ১৮৬ বাংলাদেশি, বিএসএফ বলছে ‘স্বেচ্ছায় প্রত্যাবর্তন বাড়ছে’ ‘নির্বাচন ছাড়া বিকল্প নেই’- জাতীয় প্রেস ক্লাবে মান্না আরও ৩৬ আসনে প্রার্থীর নাম প্রকাশ করল বিএনপি, মোট তালিকা ২৭২ ঢাকায় আসছেন জুবাইদা রহমান, অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে ফেরার প্রস্তুতি ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি আদিয়ালা কারাগারে ইমরান খানকে দেখে বললেন বোন উজমা—‘তিনি পুরোপুরি সুস্থ’

আকাশে আধিপত্যের লড়াই: যুদ্ধবিমান কিনতে মরিয়া তুরস্ক, নড়েচড়ে বসছে ইউরোপ ও যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ অক্টোবর, ২০২৫,  12:30 AM

news image

নিজেদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে তুরস্ক। ইউরোপীয় অংশীদার ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে উন্নত যুদ্ধবিমান সংগ্রহের প্রস্তাব দিয়েছে দেশটি, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ন্যাটো সদস্য দেশ তুরস্ক পশ্চিমাদের সঙ্গে উষ্ণ সম্পর্ক কাজে লাগিয়ে ৪০টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার প্রাথমিক চুক্তিতে সই করেছে জুলাই মাসে। পাশাপাশি তুরস্কের লক্ষ্য, মার্কিন তৈরি এফ-৩৫ যুদ্ধবিমান অর্জন করা। তবে ওয়াশিংটনের নিষেধাজ্ঞাই এর পথে বড় বাধা।

ইসরায়েলের হামলায় নতুন বাস্তবতা

মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত সামরিক শক্তি ইসরায়েল শত শত মার্কিন এফ-১৫, এফ-১৬ ও এফ-৩৫ যুদ্ধবিমানের মালিক। গত এক বছরে দেশটি ইরান, সিরিয়া, লেবানন ও কাতারে একাধিক হামলা চালিয়েছে।
তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলাগুলোর পর আঙ্কারা নিজেদের আকাশ প্রতিরক্ষা দুর্বলতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তাই যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবিলায় দ্রুত আকাশশক্তি বাড়ানো এখন সরকারের প্রধান অগ্রাধিকার।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গাজা ও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক অভিযানকে প্রকাশ্যে সমালোচনা করেছেন। এতে দুই দেশের সম্পর্ক কার্যত তলানিতে পৌঁছেছে। অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তুরস্কের সামরিক ঘাঁটি ও বিদ্রোহীদের প্রতি সমর্থনকে “ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি” বলে উল্লেখ করেছেন।

দ্রুত সরবরাহে পুরোনো বিমান কেনার পরিকল্পনা

তুরস্ক এখন কাতার ও ওমান থেকে ১২টি ব্যবহৃত টাইফুন যুদ্ধবিমান দ্রুত কেনার প্রস্তাব দিয়েছে। ইউরোফাইটার কনসোর্টিয়ামের চার সদস্য— ব্রিটেন, জার্মানি, ইতালি ও স্পেন— ইতোমধ্যে এই বিক্রির অনুমোদন দিতে আগ্রহ প্রকাশ করেছে।
চূড়ান্ত চুক্তি অনুযায়ী, তুরস্ক পরবর্তীতে আরও ২৮টি নতুন টাইফুন পাবে।

এরদোয়ান চলতি সপ্তাহে কাতার ও ওমান সফরে এই চুক্তি নিয়ে আলোচনা করবেন। মাসের শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জকে আঙ্কারায় আমন্ত্রণ জানিয়ে চুক্তি চূড়ান্ত করার সম্ভাবনাও রয়েছে।

এফ-৩৫ নিষেধাজ্ঞা ও সম্ভাব্য ছাড়

২০২০ সালে রাশিয়ার এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর থেকে তুরস্ক মার্কিন সিএএটিএসএ আইনের আওতায় নিষেধাজ্ঞার মুখে। এর ফলে এফ-৩৫ প্রকল্প থেকে দেশটিকে বাদ দেওয়া হয়।
তবে আঙ্কারা এখনো “ওয়েভার” বা প্রেসিডেন্টের ছাড় পেতে চেষ্টা করছে, যাতে এই নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল হয় এবং তুরস্ক আবার মার্কিন যুদ্ধবিমান ক্রয়ে অংশ নিতে পারে।

হোয়াইট হাউস ও আঙ্কারা উভয়ই বিষয়টি নিয়ে আশাবাদী বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কূটনীতিকরা।

নিজস্ব যুদ্ধবিমান ‘কান’

অস্ত্র সরবরাহে পশ্চিমা অনিশ্চয়তায় বিরক্ত হয়ে তুরস্ক নিজস্ব ‘কান’ নামের স্টেলথ ফাইটার তৈরি করেছে। তবে বিশেষজ্ঞদের মতে, এটি এখনো এফ-১৬ বা এফ-৩৫-এর বিকল্প নয়
তুরস্কের বৃহত্তর প্রতিরক্ষা কর্মসূচিতে রয়েছে ‘স্টিল ডোম’ প্রকল্প, দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও উন্নত রাডার ব্যবস্থা তৈরির পরিকল্পনাও।

তুর্কি সংসদ সদস্য ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ইয়ানকি বাগসিওগ্লু বলেন,

“তুরস্ককে এখনই কান, ইউরোফাইটার ও এফ-১৬ প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নিতে হবে। আকাশ প্রতিরক্ষা কাঠামো কাঙ্ক্ষিত পর্যায়ে নেই।”

সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি