ঢাকা ২৬ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলামের পক্ষে ‘একটি বাক্স’ দেওয়ার ঘোষণা, অপপ্রচারের অভিযোগ ইসলামী আন্দোলনের আমিরের আদানির বিদ্যুৎ কিনতে বছরে ৪০০–৫০০ মিলিয়ন ডলার অতিরিক্ত দিচ্ছে বাংলাদেশ: জাতীয় কমিটি স্ত্রী-সন্তানের মরদেহ কারাফটকে, প্যারোল না পাওয়ায় প্রশ্নের মুখে প্রশাসন জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস আন্তর্জাতিক শিক্ষা দিবস ও শিক্ষার নতুন ভাবনা এনসিপির প্রার্থী তালিকায় তরুণদের দাপট চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলা

‘নির্বাসনের অবসান’, ‘উত্তরসূরির প্রত্যাবর্তন’—তারেক রহমানকে যেভাবে দেখল বিশ্ব গণমাধ্যম

#

ডেস্ক রিপোর্ট

২৫ ডিসেম্বর, ২০২৫,  11:33 PM

news image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছর পর দেশে ফেরাকে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিভিন্ন সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে তার প্রত্যাবর্তনের রাজনৈতিক তাৎপর্য তুলে ধরেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি তারেক রহমানের দেশে ফেরাকে ‘নির্বাসনের অবসান’ হিসেবে উল্লেখ করেছে। প্রতিবেদনের শিরোনামে বলা হয়—খালেদা জিয়ার উত্তরসূরি ১৭ বছর পর দেশে ফিরলেন। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ক্ষমতায় থাকা একটি রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবং দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দলের নেতা হিসেবে তারেক রহমান দেশে ফিরেছেন। এতে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথাও উল্লেখ করে বলা হয়, ভবিষ্যতে দলের দায়িত্ব তিনি আরও দৃঢ়ভাবে সামলাবেন—এমন ধারণা রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে তারেক রহমানের পরিচিতি, নির্বাসনের পটভূমি এবং দেশে ফেরার প্রেক্ষাপট তুলে ধরে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি সামগ্রিক চিত্র উপস্থাপন করেছে।

এদিকে বিবিসি বাংলার ওয়েবসাইটে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর লাইভ আকারে প্রকাশ করা হয়। ‘১৭ বছর পর ঢাকায় তারেক রহমান’ শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরেছেন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে দলের শীর্ষ নেতারা স্বাগত জানান।

বিশ্লেষকদের মতে, তারেক রহমানের দেশে ফেরা আসন্ন নির্বাচন ও বিরোধী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি