ঢাকা ২৬ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলামের পক্ষে ‘একটি বাক্স’ দেওয়ার ঘোষণা, অপপ্রচারের অভিযোগ ইসলামী আন্দোলনের আমিরের আদানির বিদ্যুৎ কিনতে বছরে ৪০০–৫০০ মিলিয়ন ডলার অতিরিক্ত দিচ্ছে বাংলাদেশ: জাতীয় কমিটি স্ত্রী-সন্তানের মরদেহ কারাফটকে, প্যারোল না পাওয়ায় প্রশ্নের মুখে প্রশাসন জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস আন্তর্জাতিক শিক্ষা দিবস ও শিক্ষার নতুন ভাবনা এনসিপির প্রার্থী তালিকায় তরুণদের দাপট চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলা

‘নির্বাচন ছাড়া বিকল্প নেই’- জাতীয় প্রেস ক্লাবে মান্না

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২৫,  11:59 PM

news image

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হতে হবে। তিনি মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকার ছলচাতুরী করে ক্ষমতায় টিকে থাকার সুযোগ কমেছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে গণতন্ত্র মঞ্চ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মান্না বলেন, “যত রাজনৈতিক দল আছে, কেউ প্রকাশ্যে নির্বাচন বিরোধিতা করছে না। এনসিপি তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছে। তারা বলেছে- নির্বাচন পেছানো নয়, নির্বাচন হতেই হবে। ধরে নিচ্ছি নির্বাচন হবে, সেই ভিত্তিতে আমাদের প্রস্তুতি নিতে হবে।”

তিনি বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পরও ভারত ‘নিরপেক্ষ অবস্থান’ নিয়েছে। “পরিস্থিতি মানা ছাড়া তাদের উপায় নেই,” মন্তব্য করেন তিনি।

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এ পরিস্থিতি চলতে থাকলে বিএনপি আদৌ নির্বাচন করতে পারবে কি না, তা অনিশ্চিত হয়ে উঠছে।

এ সময় তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্র মঞ্চের সঙ্গে বসেনি, নিজের মতো প্রার্থী ঘোষণা করেছে। “আমরা কয়টি আসন পাবো, তা ভাবার আগে জনগণ নির্বাচন নিয়ে কী ভাবছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ,” বলেন মান্না।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণতন্ত্র মঞ্চ ইতোমধ্যে ১৩৮ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। শিগগিরই ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্য রয়েছে। তিনি জানান, রাজনৈতিক বোঝাপড়া গড়তে তারা বিএনপির সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

তিনি বলেন, তারা চান নির্বাচনের আয়োজন হোক অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অধীনে, তবে “জনগণের আস্থাই এখানে মূল বিষয়।”

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, নির্বাচন ও সংস্কার এখন একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। নির্বাচন বানচালের যেকোনো প্রচেষ্টা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার বিরুদ্ধে যাবে। তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি