ঢাকা ২৬ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলামের পক্ষে ‘একটি বাক্স’ দেওয়ার ঘোষণা, অপপ্রচারের অভিযোগ ইসলামী আন্দোলনের আমিরের আদানির বিদ্যুৎ কিনতে বছরে ৪০০–৫০০ মিলিয়ন ডলার অতিরিক্ত দিচ্ছে বাংলাদেশ: জাতীয় কমিটি স্ত্রী-সন্তানের মরদেহ কারাফটকে, প্যারোল না পাওয়ায় প্রশ্নের মুখে প্রশাসন জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস আন্তর্জাতিক শিক্ষা দিবস ও শিক্ষার নতুন ভাবনা এনসিপির প্রার্থী তালিকায় তরুণদের দাপট চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলা

১৮ আইডি ও ১৪ পেজের বিরুদ্ধে ডিবিতে অভিযোগ করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

#

নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর, ২০২৫,  11:52 PM

news image

ফেসবুকে “কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য” ছড়িয়ে দেওয়ার অভিযোগে ১৮টি ফেসবুক আইডি ও ১৪টি পেজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) আবু সাদিক কায়েম।

সোমবার বিকেলে তিনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ের (ডিবি) সাইবার ইউনিটে লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি জানান, অভিযোগে উল্লিখিত প্রতিটি পেজই একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। ছাত্রদল ও বিএনপির বিভিন্ন অ্যাকটিভিস্টরা এসব পেজ পরিচালনা করেন বলে দাবি করেন তিনি। সাদিক কায়েম বলেন, “আমরা ডিবিতে এসব পেজের লিংক সরবরাহ করেছি। প্রয়োজনে শাহবাগ থানায়ও মামলার কপি দেওয়া হবে।”

তার ভাষ্য, “আমার ছবি এডিট করে অশালীনভাবে ছড়ানো হচ্ছে। আমাকে নিয়ে মানহানিকর মন্তব্য করা হচ্ছে। এতে স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। যারা এসব করছে—শিক্ষার্থী, প্রার্থী কিংবা আমার বোনদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

অভিযোগে উল্লেখিত ১৮ আইডির মধ্যে রয়েছে—হাসিব আকন, নাজির শরীফ, শিকদার বিপ্লব, কামাল হোসাইন, এস এম আমিরুল, রায়হান গাজী, সাব্বির আহমেদ, এনামুল হক শান্ত, আশিকুর রহমান ও সাইফ আল মাহমুদ প্রমুখ।

১৪টি পেজের মধ্যে রয়েছে—অসময়ের কণ্ঠস্বর, ডাকসু কণ্ঠস্বর, আমার ডাকসু, ডিইউ ইনসাইডার্স, কাঁঠেরকেল্লা, ইয়ার্কি, বাংলাদেশ আট্রাভার্স, রৌমারি, রগ পরিচর্যা কেন্দ্র, বঙ্গগ্রাফ, ন্যাশনালিস্ট ডাটা, ভয়েস অব ডাকসু, অন্তর্বর্তীকালীন মিম পোস্টিং, বটজিপিটি, ১০% মিমস, কার্টুন এবং দি পাঙ্গাস।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি