ঢাকা ২৬ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলামের পক্ষে ‘একটি বাক্স’ দেওয়ার ঘোষণা, অপপ্রচারের অভিযোগ ইসলামী আন্দোলনের আমিরের আদানির বিদ্যুৎ কিনতে বছরে ৪০০–৫০০ মিলিয়ন ডলার অতিরিক্ত দিচ্ছে বাংলাদেশ: জাতীয় কমিটি স্ত্রী-সন্তানের মরদেহ কারাফটকে, প্যারোল না পাওয়ায় প্রশ্নের মুখে প্রশাসন জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস আন্তর্জাতিক শিক্ষা দিবস ও শিক্ষার নতুন ভাবনা এনসিপির প্রার্থী তালিকায় তরুণদের দাপট চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলা

সৈয়দপুরে প্রাইম ব্যাংকের এসএমই ক্লাস্টার ফাইন্যান্সিং সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

#

বিজ্ঞপ্তি

৩১ জুলাই, ২০২৫,  4:58 PM

news image

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (CMSME) আর্থিক অন্তর্ভুক্তি এবং ক্লাস্টার ভিত্তিক উন্নয়ন মডেল বিস্তারের লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে ‘এসএমই ক্লাস্টার ফাইন্যান্সিং’ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। সৈয়দপুর ক্ষুদ্র গার্মেন্টস ক্লাস্টারকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাংকিং সেবা ও অর্থায়ন নিয়ে খোলামেলা আলোচনা হয় উদ্যোক্তা ও ব্যাংক কর্মকর্তাদের মধ্যে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. নওশাদ মুস্তাফা। সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী।

প্রায় ১০০ জন স্থানীয় উদ্যোক্তা ও ক্লাস্টার সদস্য উপস্থিত ছিলেন এই আয়োজনে। তারা সরাসরি বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি ও প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন এবং অর্থায়নের চ্যালেঞ্জ ও প্রয়োজন তুলে ধরেন।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. নওশাদ মুস্তাফা বলেন, সিএমএসএমই খাতে প্রবেশাধিকার সহজ করা এবং আঞ্চলিক অর্থনীতিকে গতিশীল করাই আমাদের লক্ষ্য। প্রাইম ব্যাংকের এই উদ্যোগ ক্লাস্টার উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং সেবার দরজা খুলে দিচ্ছে।

প্রাইম ব্যাংকের ডেপুটি এমডি এম. নাজিম এ. চৌধুরী বলেন, আমরা ক্লাস্টারভিত্তিক অর্থায়ন, ডিজিটাল টুলস এবং বিশেষায়িত পণ্যের মাধ্যমে দেশের প্রান্তিক উদ্যোক্তাদের পাশে আছি।

অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে উদ্যোক্তাদের জন্য নানাবিধ সহায়তা, যেমন- ডকুমেন্টেশন, অর্থায়নের প্রক্রিয়া, এবং দক্ষতা বৃদ্ধির কর্মসূচি তুলে ধরা হয়। একইসাথে দেশের অন্যান্য অঞ্চলে সফল ক্লাস্টার মডেলের দৃষ্টান্তও উপস্থাপন করা হয়, যা অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে বলে আয়োজকদের আশা।

এই সচেতনতামূলক কর্মসূচি ব্যাংক ও তৃণমূল উদ্যোক্তাদের মধ্যে সম্পর্ক জোরদার করবে এবং এসডিজি অর্জন ও পিছিয়ে থাকা অঞ্চলের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি