ঢাকা ২৬ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলামের পক্ষে ‘একটি বাক্স’ দেওয়ার ঘোষণা, অপপ্রচারের অভিযোগ ইসলামী আন্দোলনের আমিরের আদানির বিদ্যুৎ কিনতে বছরে ৪০০–৫০০ মিলিয়ন ডলার অতিরিক্ত দিচ্ছে বাংলাদেশ: জাতীয় কমিটি স্ত্রী-সন্তানের মরদেহ কারাফটকে, প্যারোল না পাওয়ায় প্রশ্নের মুখে প্রশাসন জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস আন্তর্জাতিক শিক্ষা দিবস ও শিক্ষার নতুন ভাবনা এনসিপির প্রার্থী তালিকায় তরুণদের দাপট চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলা

সিইএস ২০২৬ প্রদর্শনীতে উন্মোচন হলো আসুসের আরওজি গেমিং ল্যাপটপ

#

বিজ্ঞপ্তি

০৮ জানুয়ারি, ২০২৬,  11:55 PM

news image

বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তিপণ্যের আয়োজন, কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০২৬ চলছে। এবারের আয়োজনে আসুস ব্র্যান্ডের রিপাবলিক অব গেমার্স (আরওজি) সিরিজের ল্যাপটপসহ প্রদর্শিত হচ্ছে নানা ডিভাইস। লাস ভেগাসে অনুষ্ঠিত এই শো চলবে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। 

আসুসের আরওজি ব্র্যান্ডের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে ডেয়ার টু ইনোভেট শীর্ষক ভার্চুয়াল ইভেন্টে, আরওজি সিরিজের নতুন গেমিং ল্যাপটপগুলো ঘোষণা করা হয়। সিইএস ২০২৬ এ ল্যাপটপ ছাড়াও ডেস্কটপ, মনিটর, এক্সেসরিজের মতো বিভিন্ন প্রযুক্তিপণ্য নিয়ে এসেছে আসুস। 

প্রদর্শনীতে আরওজির নতুন জেফাইরাস জি১৪ এবং জি১৬ মডেলগুলো এসেছে। এই দুটি ল্যাপটপে রয়েছে সর্বশেষ ইন্টেল এবং এএমডি প্রসেসর, সাথে রয়েছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স গ্রাফিক্সের ফিচার। গেমিং, ক্রিয়েটিভ কাজ এবং দৈনন্দিন ব্যবহারের জন্য এই ল্যাপটপগুলো ডিজাইন করা হয়েছে। একাধিক কাজ সহজ করার জন্য এসেছে দুটি ফুল-সাইজ ডিসপ্লের ফিচারে আরওজি জেফাইরাস ডুও ল্যাপটপ। আরওজি সিরিজের আরেকটি ডিভাইস হলো ফ্লো জেড১৩-কেজেপি। এটি কোজিমা প্রোডাকশনসের সহযোগিতায় ডিজাইন করা হয়েছে। ট্যাবলেট, ল্যাপটপ বা গেমিং সিস্টেম হিসেবে এই টু-ইন-ওয়ান ডিভাইসটি ব্যবহার করা যাবে।

সিইএস ২০২৬ এ আরওজির বেশ কয়েকটি নতুন গেমিং এক্সেসরিজ উন্মোচন করা হয়েছে। এর মধ্যে রয়েছে আরওজি ফ্যালচিয়ন এইস ৭৫ এইচই কীবোর্ড। এটি হট-সোয়াপেবল সুইচ, দ্রুত রেসপন্স এবং অ্যাডজাস্টেবল অ্যাকচুয়েশনের সুবিধা দিবে। হালকা, উন্নত সেন্সরসহ এবং কাস্টমাইজযোগ্য আরজিবি লাইটিং ফিচারে এসেছে আরওজিরকেরিস টু অরিজিন-কেজেপি মাউস। দীর্ঘ গেমিং সেশনের জন্য আর স্পষ্ট এবং দারুণ অডিও  ফিচারে এসেছে আরওজির কিথারা হেডসেট।

আসুসের এক্সেসরিজের মধ্যে আরও এসেছে আরওজি সেট্রা ওপেন ওয়্যারলেস  ইয়ারবাডস। এটি পিসি, কনসোল ও মোবাইল ডিভাইসের জন্য ডুয়াল কানেক্টিভিটি দেয়। গেমিং কেসের মধ্যে রয়েছে আরওজি ক্রনক্সো এয়ারফ্লো দক্ষতা নিয়ে এসেছে এআরজিবি আরওজি ইউরুক্স জিআর ১২০ ফ্যান। এছাড়া, ওলেড মনিটরসহ আরও এসেছে আরওজি এক্সরিয়াল আর১ এআর গ্লাস যেটি উচ্চ রিফ্রেশ রেট এবং ভার্চুয়াল বড় স্ক্রিনের অভিজ্ঞতা নিশ্চিত করে।


logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি