ডেস্ক রিপোর্ট
২৪ নভেম্বর, ২০২৫, 12:05 AM
শাহজাহান চৌধুরীর বক্তব্য ব্যক্তিগত: ব্যবস্থা নেওয়ার কথা জানাল জামায়াত
জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর বিতর্কিত মন্তব্যের দায় দল নিতে নারাজ। রোববার এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান জানান, ওই বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত এবং তাঁর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গত শনিবার জামায়াতের এক অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী অভিযোগ করেন, “নির্বাচন সামনে রেখে পাশের দেশ থেকে বস্তা বস্তা টাকা ও অস্ত্র ঢুকবে” এবং প্রশাসনকে ‘কব্জায়’ নেওয়ার কথাও বলেন। বক্তব্যটি প্রকাশ্যে আসার পর চট্টগ্রাম বিএনপি তাঁর গ্রেপ্তার দাবি করে।
জামায়াত বলছে—দল প্রশাসনের পেশাদারিত্বে আস্থা রাখে এবং কোনভাবেই নির্বাচন ব্যবস্থায় হস্তক্ষেপ চায় না। বিবৃতিতে আরো বলা হয়, অতীতে প্রশাসনের কিছু অংশ দায়িত্ব পালনে পেশাদার আচরণ না করায় রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
শাহজাহান চৌধুরীর মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষত নির্বাচনের আগে প্রশাসনকে নিয়ে এমন বক্তব্যকে অনেকে “উসকানিমূলক” বলে মন্তব্য করছেন।