সংবাদ শিরোনাম
ডেস্ক রিপোর্ট
২৫ নভেম্বর, ২০২৫, 12:02 AM
মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন, রোডমার্চ ও মোটর শোভাযাত্রা করেছেন মনোনয়নবঞ্চিত নেতাদের অনুসারীরা। রবিবার সারাদেশে অন্তত চারটি জেলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইসলামপুরে নারী নেত্রীদের বিক্ষোভ
জামালপুর–২ (ইসলামপুর) আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে কয়েক হাজার নারী বিএনপি নেতাকর্মী আমতলী বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেন। তাঁরা সাবেক সচিব সুলতান মাহমুদ বাবুর মনোনয়ন বাতিল করে এস এম আব্দুল হালিমকে প্রার্থী ঘোষণার দাবি জানান।
বক্তারা বলেন, বাবু মাঠে রাজনীতিতে অনুপস্থিত ছিলেন, বরং আওয়ামী লীগ–সমর্থিত অবস্থানে ছিলেন। অপরদিকে আব্দুল হালিম সবসময় নেতাকর্মীদের সঙ্গে মাঠে ছিলেন।
জয়পুরহাটে মহাসড়ক অবরোধ ও টায়ার জ্বালানো
জয়পুরহাট–২ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে সাবেক এমপি প্রকৌশলী গোলাম মোস্তফার কর্মীরা কালাই বাসস্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। কর্মীরা বলেন, মাঠে না থাকা একজনকে মনোনয়ন দেওয়া দলের প্রতি অবিচার।
অপরদিকে মনোনয়ন পাওয়া প্রার্থী সাবেক সচিব আব্দুল বারী দাবি করেন, “ভাড়াটিয়া লোকজন এনে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে। বিক্ষোভকারীরা বিএনপির কেউ নন।”
পাবনায় মোটর শোভাযাত্রা
পাবনা–৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদারের অনুসারীরা বিশাল মোটর শোভাযাত্রা বের করেন। তাঁরা হাবিবুর রহমান হাবিবের পরিবর্তে সিরাজকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।
কুলাউড়ায় রোডমার্চ
মৌলভীবাজার–২ আসনে অ্যাডভোকেট আবেদ রাজার পক্ষে রোডমার্চ অনুষ্ঠিত হয়। আবেদ রাজা বলেন, তিনি মাঠে থেকে আন্দোলন করেছেন, কিন্তু মনোনীত শওকতুল ইসলাম শকু বেশিরভাগ সময় প্রবাসে কাটিয়েছেন।
শ্যামনগরে ছাত্রদল নেতাকে শোকজ
মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবুকে কেন্দ্রীয় ছাত্রদল শোকজ করেছে। ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
সম্পর্কিত