ঢাকা ২৬ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলামের পক্ষে ‘একটি বাক্স’ দেওয়ার ঘোষণা, অপপ্রচারের অভিযোগ ইসলামী আন্দোলনের আমিরের আদানির বিদ্যুৎ কিনতে বছরে ৪০০–৫০০ মিলিয়ন ডলার অতিরিক্ত দিচ্ছে বাংলাদেশ: জাতীয় কমিটি স্ত্রী-সন্তানের মরদেহ কারাফটকে, প্যারোল না পাওয়ায় প্রশ্নের মুখে প্রশাসন জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস আন্তর্জাতিক শিক্ষা দিবস ও শিক্ষার নতুন ভাবনা এনসিপির প্রার্থী তালিকায় তরুণদের দাপট চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলা

ভাতার দাবিতে আন্দোলন: সচিবালয়ের ১৪ কর্মচারী সাময়িক বরখাস্ত

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২৫,  3:40 PM

news image

ভাতার দাবিতে আন্দোলন এবং অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করার ঘটনায় সচিবালয়ের ১৪ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালত চার্জশিট গ্রহণ করায় বিধি অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।

গত সোমবার (১৫ ডিসেম্বর) পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

এর আগে গত ১০ ডিসেম্বর ভাতার দাবিতে আন্দোলনের অংশ হিসেবে প্রায় ছয় ঘণ্টা সচিবালয়ের ভেতরে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখেন একদল কর্মকর্তা-কর্মচারী। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

ঘটনার পরদিনও আন্দোলন অব্যাহত রাখলে নেতৃত্বদানকারী কয়েকজন কর্মচারীকে সচিবালয়ের ভেতর থেকেই আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়। আদালতের অনুমতিতে তাদের রিমান্ডেও নেওয়া হয়।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহ-সভাপতি শাহীন গোলাম রাব্বানী এবং নজরুল ইসলাম।

এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের মো. তায়েফুল ইসলাম, বিকাশ চন্দ্র রায়, ইসলামুল হক, মো. মহসিন আলী, রোমান গাজী ও আবু বেলাল; তথ্য মন্ত্রণালয়ের মিজানুর রহমান সুমন; জনপ্রশাসন মন্ত্রণালয়ের কামাল হোসেন ও মোহাম্মদ আলিমুজ্জামান; অর্থ মন্ত্রণালয়ের বিপুল রানা বিপ্লব এবং মন্ত্রিপরিষদ বিভাগের নাসিরুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, ১০ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে আন্দোলন শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত অর্থ উপদেষ্টার দপ্তর অবরুদ্ধ থাকে। পরে পুলিশের সহায়তায় তিনি দপ্তর ত্যাগ করেন।

সরকার দাবি পূরণে আশ্বাস দেওয়ার পরও পরদিন আন্দোলন চালিয়ে যাওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর কঠোর অবস্থান নেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি