ঢাকা ২৬ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলামের পক্ষে ‘একটি বাক্স’ দেওয়ার ঘোষণা, অপপ্রচারের অভিযোগ ইসলামী আন্দোলনের আমিরের আদানির বিদ্যুৎ কিনতে বছরে ৪০০–৫০০ মিলিয়ন ডলার অতিরিক্ত দিচ্ছে বাংলাদেশ: জাতীয় কমিটি স্ত্রী-সন্তানের মরদেহ কারাফটকে, প্যারোল না পাওয়ায় প্রশ্নের মুখে প্রশাসন জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস আন্তর্জাতিক শিক্ষা দিবস ও শিক্ষার নতুন ভাবনা এনসিপির প্রার্থী তালিকায় তরুণদের দাপট চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলা

ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে বার্ষিক ‘আইইএলটিএস পার্টনারস মিট ২০২৫’ অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২৫,  11:43 PM

news image

সম্প্রতি, ব্রিটিশ কাউন্সিল বার্ষিক আইএলটিএস পার্টনারস মিট আয়োজন করেছে। দেশের আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার (আইআরসি) অংশীজনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা এবং তাদের সাফল্য উদযাপন ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে এ অয়োজন অনুষ্ঠিত হয়। রাজধানীর র‌্যাডিসনে আয়োজিত আইইএলটিএস পার্টনারস মিট ২০২৫ -এ ৭৩টিরও বেশি আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার অংশীদার প্রতিষ্ঠান এবং আড়াই শ’র ও বেশি অংশগ্রহণকারী একসাথে একটি প্রাণবন্ত সন্ধ্যা উদযাপন করেন।

প্রতি বছরই ব্রিটিশ কাউন্সিল এর অংশীদারদের সহযোগিতায় সহস্রাধিক আইইএলটিএস পরীক্ষা আয়োজন করে থাকে। তাই, যারা পরীক্ষার্থীদের সহায়তা করছেন এবং ইংরেজি ভাষা শিক্ষার উৎকর্ষ নিশ্চিত করছেন, এই আয়োজনটি ছিল সেইসব অংশীজনদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দেওয়ার অনন্য উপলক্ষ্য। এ আয়োজনে অংশীজনদের মধ্যে মতবিনিময়, আইইএলটিএস -এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং ক্রমবর্ধমান আইইএলটিএস পরীক্ষার পরিমণ্ডলে নতুন সুযোগ অনুসন্ধানের সুযোগও সৃষ্টি করে।

অনুষ্ঠানটি উৎসাহ, উদ্দীপনা ও উদযাপনে মুখর ছিল। উদ্বোধনী বক্তব্যে ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, “যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও একাগ্রতা নিয়ে আইইএলটিএস পরীক্ষার্থীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেন তাদের স্বীকৃতি দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের অংশীজন এবং অংশীদার প্রতিষ্ঠানগুলোই  বাংলাদেশের আইইএলটিএস সাফল্যের মূল চালিকাশক্তি। বিশ্বজুড়ে মানুষের শিক্ষা ও সুযোগের স্বপ্নকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে তাদের সাথে এ যাত্রা অব্যাহত রাখতে পেরে আমরা গর্বিত।” 

ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশের এক্সামস ডিরেক্টর ম্যাক্সিম রাইমান প্রতিষ্ঠানটির আইইএলটিএস পরিক্ষা সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতির বিষয়ে তুলে ধরেন। এরপর এক্সামিনেশন্স এর ডিরেক্টর অব অপারেশনস জুনায়েদ আহমেদ এ বিষয়েআরও বিস্তারিত বক্তব্য তুলে ধরেন। এই সন্ধ্যার অন্যতম প্রধান আকর্ষণ ছিল পুরো বছরজুড়ে নিষ্ঠার সাথে অবদান রেখেছেন এমন  ২২ জন শীর্ষ অংশীদার প্রতিষ্ঠানকে তিনটি ক্যাটাগরিতে স্বীকৃতি প্রদান করা। 

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে তিনটি অংশীদার প্রতিষ্ঠানকে ‘কান্ট্রি টপ পারফর্মার্স’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কাজের উৎকর্ষ দেখিয়েছেন এমন চারটি অংশীদার প্রতিষ্ঠানকে দেয়া হয় টপ পারফর্মারস-রিজিওনাল সম্মাননা’। এছাড়া ১১চারটি অংশীদার প্রতিষ্ঠানকে ধারাবাহিক অবদানের জন্য ‘স্টার পারফরমারস’ হিসেবে সম্মাননা প্রদান করা হয়। সম্ভাবনাময় প্রবৃদ্ধি ও অবদানের জন্য দুইজনকে ‘ইমার্জিং নিউ পার্টনার্স’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সেই সাথে আরও দুইজনকে আইইএলটিএস ব্যবস্থাপনায় উদ্ভাবনী ভূমিকার জন্য ‘এমার্জিং পার্টনার্স’ স্পেশাল প্রোগ্রামস  বিভাগে সম্মাননা দেওয়া হয়।  

‘কান্ট্রি টপ পারফর্মার’ এর মধ্যে ছিল হেক্সাস এডুকেশন, ফিউচারইডি কর্পোরেশন লিমিটেড এবং মেন্টর্স এডুকেশন লিমিটেড। ‘রিজিওনাল টপ পার্ফরমার্স’ হিসেবে স্বীকৃতি পায় রাজশাহীর প্রজেক্ট হেডওয়ে,  কুমিল্লার এলিগেন্ট, খুলনার লেক্সিকন এবং রংপুরের মেন্টর্স। ‘স্টার পারফর্মার’ খেতাব পায় লুমিনেজ বাংলাদেশ, বাংলায় আইএলটিএস এবং ইমিগ্রেশন সেন্টার, এনহ্যান্স ইংলিশ, গ্লোবাল সিটিজেন, উইংস লার্নিং সেন্টার, এবং আরও অনেকে। পাশাপাশি, ইমার্জিং পার্টনার্স  হিসেবে মেগামাইন্ড প্লাস, এক্সপার্ট টেকনলজি এবং রিচ ওভারসিজ বিডি। এবং বিশেষ কর্মসূচি বিভাগে টেন মিনিট স্কুলকে স্বীকৃতি প্রদান করা হয়। অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক তাহনী ইয়াসমিন ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে শেষের দিকে সঙ্গীত পরিবেশন করেন ঋতু রাজ। 

‘আইইএলটিএস পার্টনার্স মিট ২০২৫’ -এ আয়োজনে ব্রিটিশ কাউন্সিলের শক্তিশালী অংশীদারিত্ব তৈরি ও আইইএলটিএস ইকোসিস্টেমে ধারাবাহিক সাফল্য অর্জনের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন। সহযোগিতা ও উদ্ভাবনের মাধ্যমে অংশীদারেরা আইইএলটিএস পরীক্ষার্থীদের বৈশ্বিক শিক্ষা ও পেশাগত সম্ভাবনার স্বপ্নপূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।


logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি