ঢাকা ২৬ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলামের পক্ষে ‘একটি বাক্স’ দেওয়ার ঘোষণা, অপপ্রচারের অভিযোগ ইসলামী আন্দোলনের আমিরের আদানির বিদ্যুৎ কিনতে বছরে ৪০০–৫০০ মিলিয়ন ডলার অতিরিক্ত দিচ্ছে বাংলাদেশ: জাতীয় কমিটি স্ত্রী-সন্তানের মরদেহ কারাফটকে, প্যারোল না পাওয়ায় প্রশ্নের মুখে প্রশাসন জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস আন্তর্জাতিক শিক্ষা দিবস ও শিক্ষার নতুন ভাবনা এনসিপির প্রার্থী তালিকায় তরুণদের দাপট চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলা

বুদ্ধিজীবী হত্যার রহস্য উদঘাটনে স্বাধীন তদন্ত কমিশনের প্রস্তাব জামায়াত সেক্রেটারি জেনারেলের

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২৫,  4:33 PM

news image

বিজয়ের প্রাক্কালে একাত্তরের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের প্রস্তাব করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত আলোচনা সভায় তিনি এ প্রস্তাব দেন।

গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এখনো উদঘাটিত হয়নি। তাঁর দাবি, স্বাধীনতার পর কোনো সরকারই এই হত্যাকাণ্ডের বিচারে কার্যকর উদ্যোগ নেয়নি। বরং রাজনৈতিক উদ্দেশ্যে একটি পক্ষের ওপর দায় চাপানো হয়েছে।

তিনি অভিযোগ করেন, দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে ভারতীয়দের মাধ্যমে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল, যাতে জাতিকে মেধাশূন্য করা যায়। তাঁর ভাষায়, “এই নির্মম হত্যাকাণ্ডে ভারত এবং তাদের এদেশীয় এজেন্টরা জড়িত ছিল। যাঁদের হত্যা করা হয়েছিল, তাঁরা স্বাধীনতার পক্ষে থাকলেও ভারতবিরোধী ছিলেন।”

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। তিনি দাবি করেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে বারবার প্রাণনাশের হুমকি দেওয়া হলেও সরকার তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেয়নি। “নেতাদের নিরাপত্তা নিশ্চিত না হলে নির্বাচন ঝুঁকিতে পড়বে,” বলেন তিনি।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চায়, প্রভু-ভৃত্যের সম্পর্ক নয়।

অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের নিয়ে রাজনৈতিক বিভাজন নয়, বরং সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা উচিত।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলনসহ কেন্দ্রীয় ও দুই মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি