ঢাকা ২৬ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলামের পক্ষে ‘একটি বাক্স’ দেওয়ার ঘোষণা, অপপ্রচারের অভিযোগ ইসলামী আন্দোলনের আমিরের আদানির বিদ্যুৎ কিনতে বছরে ৪০০–৫০০ মিলিয়ন ডলার অতিরিক্ত দিচ্ছে বাংলাদেশ: জাতীয় কমিটি স্ত্রী-সন্তানের মরদেহ কারাফটকে, প্যারোল না পাওয়ায় প্রশ্নের মুখে প্রশাসন জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস আন্তর্জাতিক শিক্ষা দিবস ও শিক্ষার নতুন ভাবনা এনসিপির প্রার্থী তালিকায় তরুণদের দাপট চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলা

বিশ্ব লায়ন্স সেবা দিবস ও অক্টোবর সেবা উপলক্ষে লায়ন্স ইন্টারন্যাশনাল

#

বিজ্ঞপ্তি

০১ অক্টোবর, ২০২৫,  8:29 PM

news image

বিশ্ব লায়ন্স সেবা দিবস ও অক্টোবর সেবা উপলক্ষে লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ এ১, বাংলাদেশ- ০১- ১১ অক্টোবর পর্যন্ত বিশেষ সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। অক্টোবর সেবা কার্যক্রম কমিটির সদস্য সচিব কে,এম,আকতার হোসেন এর সঞ্চালনা ও পরিচালনায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সম্মুখ সড়কে আয়োজিত লায়ন্স সমাবেশ থেকে একগুচ্ছ বেলুন ও শ্বেত কবুতর উড়িয়ে কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করেন লায়ন্স আন্তর্জাতিক এর পরিচালক নাজমুল হক।

আরও উপস্থিত ছিলেন এরিয়া লিডার কাজী সাইফুল, মাল্টিপল চেয়ারপার্সন আশরাফ হোসেন হিরা, জেলা গভর্নর একেএম গোলাম ফারুক, ১ম ভাইস জেলা গভর্নর ও অক্টোবর সেবা কর্মসূচীর চেয়ারপার্সন নওজাত সারওয়াত ইসলাম,২য় ভাইস জেলা গভর্নর ড:আবুল হোসেন খন্দকার, ক্যাবিনেট সেক্রেটারি মিজানুর রহমান মিজান, ক্যাবিনেট ট্রেজারার সাইদুর রহমান খান।

তিনি উদ্বোধনী বক্তব্যে আন্তর্জাতিক পরিচালক নাজমুল হক বলেন- বিশ্বব্যাপী লায়ন্স সেবা মানবতার কল্যাণে একশত আট বছর যাবৎ এক অন্যন্য অবদান রেখে আসছে।বাংলাদেশের লায়ন্সগন দুর্যোগ-বিপদে সর্বদা মানুষের পাশে থেকে কল্যাণের অনন্য দৃষ্টান্ত রেখেছে। জেলা গভর্নর একেএম গোলামা ফারুখ জেলার সকল ক্লাবকে অক্টোবর সেবাদানের জন্য দুস্থ মানুষের পাশে থাকার আহবান জানান। উদ্বোধন শেষে জেলার ১৪৫ ক্লাব থেকে আশা একহাজার অধীক লায়নদের এক বর্ণাঢ্য র‍্যালী প্রধান সড়ক ধরে আগারগাঁও লায়ন্স ভবনে এসে শেষ হয়। এরিয়া লিডার কাজী সাইফুল বলেন- লায়নগন সর্বদা মানবতার সেবায় নিবেদিত যা সাধারণ মানুষের কল্যাণে অসামান্য ভূমিকা রাখবে।” মাল্টিপল চেয়ারপার্সন বলেন- লায়ন্স জেলা ৩১৫এ১ সর্বদা মানুষের কল্যাণে অগ্রণী ভুমিকা রাখেন ও সমাজসেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও সেবা দিতে আহ্বান জানান।

এছাড়াও লায়ন্স জেলা ৩১৫ এ১-এর সাবেক গভর্নর নজরুল ইসলাম সিকদার, ডিস্ট্রিক এলসিআইএফ কোঅর্ডিনেটর আনিসুর রহমান, ডিস্ট্রিক্ট জিএসটি কো-অর্ডিনেটর মো. রমজান খান , ডিস্ট্রিক্ট জিএমটি কো-অর্ডিনেটর মো. মোরসালিন খান, ডিস্ট্রিক্ট মার্কেটিং চেয়ারপারসন নুর মোহাম্মদ হাওলাদার চুন্নু, মোহাম্মদ মোরশেদ আলম ভূঁইয়া ( ইনভারমেন্ট চেয়ারপারসন) -সহ জেলা নেতৃবৃন্দ র‍্যালীর নেতৃত্ব দেন। ১ অক্টোবর উদ্বোধনী দিনে সমাবেশ ও র‍্যালী ছাড়াও অগারগাও লায়ন্স ভবনে রক্তদান কর্মসূচী, মিশন ১.৫ এর উপর সেমিনার ও লিওদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি