ঢাকা ২৬ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলামের পক্ষে ‘একটি বাক্স’ দেওয়ার ঘোষণা, অপপ্রচারের অভিযোগ ইসলামী আন্দোলনের আমিরের আদানির বিদ্যুৎ কিনতে বছরে ৪০০–৫০০ মিলিয়ন ডলার অতিরিক্ত দিচ্ছে বাংলাদেশ: জাতীয় কমিটি স্ত্রী-সন্তানের মরদেহ কারাফটকে, প্যারোল না পাওয়ায় প্রশ্নের মুখে প্রশাসন জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস আন্তর্জাতিক শিক্ষা দিবস ও শিক্ষার নতুন ভাবনা এনসিপির প্রার্থী তালিকায় তরুণদের দাপট চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলা

বিএনপি: রায়ে ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত’ - ১৬ বছরের সংগ্রামের প্রতিফলন

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২৫,  11:43 PM

news image

দীর্ঘ ১৬ বছরের আন্দোলন–সংগ্রামের পর পাওয়া আদালতের রায়কে বিএনপি ‘ন্যায়বিচারের প্রতিষ্ঠা’ বলে অভিহিত করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সোমবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

“সারা বিশ্ব চাইছিল এই বিচার” - ফখরুল

বৈঠক শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, “রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সারা বিশ্ব চাইছিল এই বিচার। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বিজয় এটি।”

তিনি আরও বলেন, “শহীদ পরিবারের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে। তবে যেসব মামলা এখনো বিচারাধীন আছে-সেখানে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”

স্থায়ী কমিটির সদস্যদের প্রতিক্রিয়া

বৈঠকে উপস্থিত স্থায়ী কমিটির একাধিক সদস্য-ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্যরা-রায়কে “অতীত স্বৈরতন্ত্রের বিচার” বলে মন্তব্য করেন। তাদের দাবি, এই রায়ের মাধ্যমে ‘রাষ্ট্রীয় দমন-পীড়নের চক্র ভাঙার সূচনা’ হয়েছে।

আগামী কর্মসূচি নিয়ে ভাবনা

বৈঠকে রায়–পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক কৌশল এবং ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নিয়েও আলোচনা হয়। বিএনপি নেতাদের মতে, রায় জনগণের আন্দোলনকে আরও উজ্জীবিত করবে।

বৈঠকে বলা হয়, “এই রায় প্রমাণ করেছে-ন্যায়বিচারকে কখনোই দীর্ঘদিন চাপা রাখা যায় না।”

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি