নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৫, 11:43 PM
বিএনপি: রায়ে ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত’ - ১৬ বছরের সংগ্রামের প্রতিফলন
দীর্ঘ ১৬ বছরের আন্দোলন–সংগ্রামের পর পাওয়া আদালতের রায়কে বিএনপি ‘ন্যায়বিচারের প্রতিষ্ঠা’ বলে অভিহিত করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সোমবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
“সারা বিশ্ব চাইছিল এই বিচার” - ফখরুল
বৈঠক শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, “রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সারা বিশ্ব চাইছিল এই বিচার। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বিজয় এটি।”
তিনি আরও বলেন, “শহীদ পরিবারের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে। তবে যেসব মামলা এখনো বিচারাধীন আছে-সেখানে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”
স্থায়ী কমিটির সদস্যদের প্রতিক্রিয়া
বৈঠকে উপস্থিত স্থায়ী কমিটির একাধিক সদস্য-ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্যরা-রায়কে “অতীত স্বৈরতন্ত্রের বিচার” বলে মন্তব্য করেন। তাদের দাবি, এই রায়ের মাধ্যমে ‘রাষ্ট্রীয় দমন-পীড়নের চক্র ভাঙার সূচনা’ হয়েছে।
আগামী কর্মসূচি নিয়ে ভাবনা
বৈঠকে রায়–পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক কৌশল এবং ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নিয়েও আলোচনা হয়। বিএনপি নেতাদের মতে, রায় জনগণের আন্দোলনকে আরও উজ্জীবিত করবে।
বৈঠকে বলা হয়, “এই রায় প্রমাণ করেছে-ন্যায়বিচারকে কখনোই দীর্ঘদিন চাপা রাখা যায় না।”