ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
ফ্রস্ট ব্লাস্ট টি-২০: রানার্স-আপ বসুন্ধরা স্ট্রাইকার্স হ্যাটট্রিকে নায়ক নেইমার, অবনমন দুঃস্বপ্ন এড়ানোর স্বপ্নে সান্তোস ওমানকে ১৩–০ গোলে উড়িয়ে জুনিয়র বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ বাংলাদেশের ‘গাজায় অভিযান আরও শক্তিশালী হবে’—হামলার পর হুঁশিয়ারি ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রীর ভারত থেকে দেশে ফিরেছেন ১৮৬ বাংলাদেশি, বিএসএফ বলছে ‘স্বেচ্ছায় প্রত্যাবর্তন বাড়ছে’ ‘নির্বাচন ছাড়া বিকল্প নেই’- জাতীয় প্রেস ক্লাবে মান্না আরও ৩৬ আসনে প্রার্থীর নাম প্রকাশ করল বিএনপি, মোট তালিকা ২৭২ ঢাকায় আসছেন জুবাইদা রহমান, অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে ফেরার প্রস্তুতি ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি আদিয়ালা কারাগারে ইমরান খানকে দেখে বললেন বোন উজমা—‘তিনি পুরোপুরি সুস্থ’

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, আগে গণভোটের দাবি জামায়াত আমিরের

#

নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর, ২০২৫,  12:00 AM

news image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফেব্রুয়ারিতেই পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে গণভোট আয়োজনের প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, ‘একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট নগরীর আমান উল্লাহ কনভেনশন হলে সিলেট মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, “জামায়াতে ইসলামী প্রতিশোধপরায়ণ দল নয়। আমরা ৫ আগস্ট রাতে বলেছিলাম, প্রতিশোধ নয়, সবাই দায়িত্ব নিয়ে সবার পাশে দাঁড়ান। যদি আমরা প্রতিশোধের পথে যেতাম, তাহলে ৫ আগস্ট রাতেই পুরো দেশ বধ্যভূমিতে পরিণত হতো।”

তিনি অভিযোগ করেন, গত সাড়ে ১৫ বছরে তাদের দলকে নিষিদ্ধ করা হয়েছিল, প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল এবং অফিস দখল করা হয়েছিল। এত নির্যাতন সত্ত্বেও জামায়াতের নেতাকর্মীরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। পরিচালনা করেন মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল ও সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, প্রফেসর ফজলুর রহমান, মুহাম্মদ সেলিম উদ্দিনসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি