ডেস্ক রিপোর্ট
২৫ জুলাই, ২০২৫, 4:16 PM
প্রবেশে কড়াকড়ি: শাহজালালে ভিড় ও যানজট কমাতে পদক্ষেপ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের স্বাগত ও বিদায় জানাতে আসা ব্যক্তিদের জন্য নতুন প্রবেশ নির্দেশনা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আগামী রোববার, ২৭ জুলাই ২০২৫ থেকে এই নির্দেশনা কার্যকর হবে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়ার্ডন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম এক বার্তায় জানান, ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপি এলাকায় একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুইজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন।
তিনি বলেন, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা, বিমানবন্দর এলাকায় অতিরিক্ত ভিড় ও যানজট নিয়ন্ত্রণ এবং সর্বোপরি নিরাপত্তা নিশ্চিত করা।
বিমানবন্দর এলাকায় দীর্ঘদিন ধরেই যাত্রীদের সঙ্গে বহু মানুষ ভিড় করে আসতেন, যা প্রায়শই অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা ও যানজট সৃষ্টি করতো। এমন পরিস্থিতি এড়াতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ সকলকে এই নতুন নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে যাত্রী ও আগত স্বজনদের সহযোগিতা কামনা করেছে।
বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বছরে প্রায় ১ কোটি ২৫ লাখ যাত্রী যাতায়াত করেন। প্রতিদিন গড়ে ১৪০ থেকে ১৫০টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়।