ঢাকা ২৬ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলামের পক্ষে ‘একটি বাক্স’ দেওয়ার ঘোষণা, অপপ্রচারের অভিযোগ ইসলামী আন্দোলনের আমিরের আদানির বিদ্যুৎ কিনতে বছরে ৪০০–৫০০ মিলিয়ন ডলার অতিরিক্ত দিচ্ছে বাংলাদেশ: জাতীয় কমিটি স্ত্রী-সন্তানের মরদেহ কারাফটকে, প্যারোল না পাওয়ায় প্রশ্নের মুখে প্রশাসন জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস আন্তর্জাতিক শিক্ষা দিবস ও শিক্ষার নতুন ভাবনা এনসিপির প্রার্থী তালিকায় তরুণদের দাপট চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলা

নির্বাচন কমিশনে ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২৫,  4:29 PM

news image

বিএনপি ২০২৪ সালের আয় ও ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে। দলটির হিসাব অনুযায়ী, তাদের ওই বছরে মোট আয় ছিল ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা, ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা, এবং ব্যাংকে জমা রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।

রোববার (২৭ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই হিসাব জমা দেয় বিএনপির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

হিসাব জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল, তারা নির্বাচন বানচাল করতে চক্রান্ত করতে পারে। এই চক্রান্ত মোকাবিলা করার দায়িত্ব সরকারের।

তিনি আরও বলেন, “জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করে। বিগত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। তাই কমিশনের কাছে আমাদের প্রত্যাশা, তারা এবার তা নিশ্চিত করবে।

রিজভী অভিযোগ করেন, অতীতে মেরুদণ্ডহীন ব্যক্তিদের ইসিতে বসিয়ে কারচুপির নির্বাচন করেছে সরকার। বিগত ফ্যাসিস্ট সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।

এর আগের দিন শনিবার নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম জানান, রোববার বিএনপির পক্ষ থেকে ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া হবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গত ৭ জুলাই জানান, নিবন্ধিত দলগুলোর কাছে আয়-ব্যয়ের হিসাব চেয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের চিঠি দেওয়া হয়নি।

বর্তমানে নিবন্ধিত দল রয়েছে ৫১টি, এর মধ্যে আওয়ামী লীগ বাদে ৫০টি দলকেই চিঠি দিয়েছে কমিশন।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর ধারা অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আগের বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। পর পর তিন বছর এই হিসাব না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি