নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর, ২০২৫, 11:54 PM
নিউমোনিয়ায় আক্রান্ত খালেদা জিয়া, এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, প্রয়োজনে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হতে পারে।
গত রোববার রাতে অসুস্থ অনুভব করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ডের এক সদস্য সোমবার সন্ধ্যায় জানান, নিউমোনিয়ার সঙ্গে তাঁর মাল্টিডিজিজ জটিলতা কিছুটা বেড়েছে। বয়স বিবেচনায় সব চিকিৎসা একসঙ্গে দেওয়া যাচ্ছে না। বেশ কয়েকটি পরীক্ষা–নিরীক্ষার রিপোর্ট ভালো–খারাপ মিলিয়ে পাওয়া গেছে। চিকিৎসকেরা মনে করছেন, তাঁকে অন্তত সপ্তাহখানেক হাসপাতালে থাকতে হতে পারে।
মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার বুকে সংক্রমণ রয়েছে। এর সঙ্গে আগের হার্টের সমস্যা ও স্থায়ী পেসমেকারের কারণে শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতা দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, সর্বোচ্চ সতর্কতা নিয়ে কেবিনেই নিবিড় চিকিৎসা চলছে। পরিস্থিতিতে এখনই লন্ডনে নেওয়ার পরিকল্পনা নেই। বিএনপি চেয়ারপারসন দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।