ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
ফ্রস্ট ব্লাস্ট টি-২০: রানার্স-আপ বসুন্ধরা স্ট্রাইকার্স হ্যাটট্রিকে নায়ক নেইমার, অবনমন দুঃস্বপ্ন এড়ানোর স্বপ্নে সান্তোস ওমানকে ১৩–০ গোলে উড়িয়ে জুনিয়র বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ বাংলাদেশের ‘গাজায় অভিযান আরও শক্তিশালী হবে’—হামলার পর হুঁশিয়ারি ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রীর ভারত থেকে দেশে ফিরেছেন ১৮৬ বাংলাদেশি, বিএসএফ বলছে ‘স্বেচ্ছায় প্রত্যাবর্তন বাড়ছে’ ‘নির্বাচন ছাড়া বিকল্প নেই’- জাতীয় প্রেস ক্লাবে মান্না আরও ৩৬ আসনে প্রার্থীর নাম প্রকাশ করল বিএনপি, মোট তালিকা ২৭২ ঢাকায় আসছেন জুবাইদা রহমান, অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে ফেরার প্রস্তুতি ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি আদিয়ালা কারাগারে ইমরান খানকে দেখে বললেন বোন উজমা—‘তিনি পুরোপুরি সুস্থ’

নিউমোনিয়ায় আক্রান্ত খালেদা জিয়া, এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে

#

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২৫,  11:54 PM

news image

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, প্রয়োজনে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হতে পারে।

গত রোববার রাতে অসুস্থ অনুভব করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ডের এক সদস্য সোমবার সন্ধ্যায় জানান, নিউমোনিয়ার সঙ্গে তাঁর মাল্টিডিজিজ জটিলতা কিছুটা বেড়েছে। বয়স বিবেচনায় সব চিকিৎসা একসঙ্গে দেওয়া যাচ্ছে না। বেশ কয়েকটি পরীক্ষা–নিরীক্ষার রিপোর্ট ভালো–খারাপ মিলিয়ে পাওয়া গেছে। চিকিৎসকেরা মনে করছেন, তাঁকে অন্তত সপ্তাহখানেক হাসপাতালে থাকতে হতে পারে।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার বুকে সংক্রমণ রয়েছে। এর সঙ্গে আগের হার্টের সমস্যা ও স্থায়ী পেসমেকারের কারণে শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতা দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, সর্বোচ্চ সতর্কতা নিয়ে কেবিনেই নিবিড় চিকিৎসা চলছে। পরিস্থিতিতে এখনই লন্ডনে নেওয়ার পরিকল্পনা নেই। বিএনপি চেয়ারপারসন দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি