ঢাকা ২৬ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলামের পক্ষে ‘একটি বাক্স’ দেওয়ার ঘোষণা, অপপ্রচারের অভিযোগ ইসলামী আন্দোলনের আমিরের আদানির বিদ্যুৎ কিনতে বছরে ৪০০–৫০০ মিলিয়ন ডলার অতিরিক্ত দিচ্ছে বাংলাদেশ: জাতীয় কমিটি স্ত্রী-সন্তানের মরদেহ কারাফটকে, প্যারোল না পাওয়ায় প্রশ্নের মুখে প্রশাসন জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস আন্তর্জাতিক শিক্ষা দিবস ও শিক্ষার নতুন ভাবনা এনসিপির প্রার্থী তালিকায় তরুণদের দাপট চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলা

না ভোট’ ফেরানোসহ আরপিও সংশোধনী ২০২৫ অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০২৫,  11:53 PM

news image

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধনী ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে বিকেলে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সংশোধিত খসড়ার মূল দিকগুলো তুলে ধরেন।

তিনি জানান, সংশোধিত আরপিওতে ‘না ভোট’-এর বিধান ফিরিয়ে আনা হয়েছে। কোনো নির্বাচনী এলাকায় একজন প্রার্থী থাকলে ভোটাররা চাইলে তাকে ‘না ভোট’ দিতে পারবেন। সেই ক্ষেত্রে প্রার্থী নির্বাচিত হবেন না এবং পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংশোধনীতে ইভিএম ব্যবহারের বিধান বাতিল করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া পলাতক আসামিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বাতিল করা হয়েছে। প্রার্থীদের দেশি ও বিদেশি সব আয় ও সম্পত্তির বিবরণ নির্বাচন কমিশনে জমা দিতে হবে, যা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রার্থীদের জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। জোটবদ্ধ নির্বাচন করলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে।

প্রবাসী বাংলাদেশি ভোটার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচনী কাজে সম্পৃক্ত ব্যক্তিদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ রাখা হয়েছে। ভোট গণনার সময় গণমাধ্যম উপস্থিত থাকতে পারবে।

রাজনৈতিক দলকে ৫০ হাজার টাকার বেশি অনুদান দিতে হলে তা ব্যাংকিং চ্যানেলে দিতে হবে এবং দাতাকে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে।

নির্বাচনে অনিয়ম হলে এখন থেকে শুধু কেন্দ্র নয়, চাইলে নির্বাচন কমিশন পুরো নির্বাচনী এলাকার ভোট বাতিল করতে পারবে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি