ঢাকা ২৬ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলামের পক্ষে ‘একটি বাক্স’ দেওয়ার ঘোষণা, অপপ্রচারের অভিযোগ ইসলামী আন্দোলনের আমিরের আদানির বিদ্যুৎ কিনতে বছরে ৪০০–৫০০ মিলিয়ন ডলার অতিরিক্ত দিচ্ছে বাংলাদেশ: জাতীয় কমিটি স্ত্রী-সন্তানের মরদেহ কারাফটকে, প্যারোল না পাওয়ায় প্রশ্নের মুখে প্রশাসন জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস আন্তর্জাতিক শিক্ষা দিবস ও শিক্ষার নতুন ভাবনা এনসিপির প্রার্থী তালিকায় তরুণদের দাপট চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলা

তৃতীয় বিশ্ব স্কোয়াশ ফেডারেশন লেভেল-১ কোচিং কোর্স শুরু

#

বিজ্ঞপ্তি

১৯ ডিসেম্বর, ২০২৫,  8:37 PM

news image

রাজধানীতে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশন (ডব্লিউএসএফ) ও এশিয়ান স্কোয়াশ ফেডারেশনের অনুমোদিত তৃতীয় লেভেল-১ কোচিং কোর্স। কোর্সটি অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের স্কোয়াশ কোর্টে, যার একটি অংশ সম্পন্ন হবে বসুন্ধরা স্পোর্টস সিটির স্কোয়াশ কোর্টে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) শুরু হয়ে পাঁচ দিনব্যাপী এই কোচিং কোর্সে ইরানের দুইজন স্কোয়াশ খেলোয়াড়সহ বাংলাদেশ সেনাবাহিনী, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, ঝিনাইদাহ ক্যাডেট কলেজ (শিক্ষক), বিকেএসপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, উত্তরা কলেজ, তেজগাঁও কলেজ, চট্টগ্রাম ক্লাব ও ঢাকা স্কোয়াশ একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ২৬ জন স্কোয়াশ খেলোয়াড় অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের তত্ত্বাবধানে আয়োজিত এই কোর্সের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ইরানের লেভেল-৩ প্লাস কোচ মোহাসিন জাভেদ। কোর্সটির সমন্বয়কের দায়িত্বে রয়েছেন জাতীয় দলের খেলোয়াড় ও নারী কোচ মারজান মনিকা।

শুক্রবার বিকেল সাড়ে তিনটায় জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর মর্মান্তিক মৃত্যুতে শোকাহত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে অনুষ্ঠানটি বাতিল করা হয়।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন সফলভাবে দুটি লেভেল-১ কোচিং কোর্স সম্পন্ন করেছে। এসব কোর্সের মাধ্যমে দুইজন নারী কোচসহ মোট ১৯ জন আন্তর্জাতিক মানের স্কোয়াশ কোচ তৈরি হয়েছে। প্রধান প্রশিক্ষক মোহাসিন জাভেদ গত তিন বছর ধরে বাংলাদেশের জুনিয়র স্কোয়াশ খেলোয়াড়দের কোচিং করিয়ে আসছেন এবং এই কোর্স শেষে আরও দেড় মাস তাদের প্রশিক্ষণ দেবেন।

বাংলাদেশে প্রায় বিলুপ্তপ্রায় স্কোয়াশ খেলাকে পুনরুজ্জীবিত করা, খেলাটির প্রচার ও প্রসার, দক্ষ জনবল তৈরি এবং নিয়মিত দেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনসহ দশটি লক্ষ্য সামনে রেখে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রণীত প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা ‘ভিশন ২০২৫’ বা ‘স্বপ্নযাত্রা’ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নিজস্ব কোর্ট স্থাপন ছাড়া চিহ্নিত অন্যান্য সকল লক্ষ্য ইতোমধ্যে সফলভাবে অর্জিত হয়েছে।

এই কোর্সের মাধ্যমে আরও বেশি আন্তর্জাতিক মানের স্কোয়াশ কোচ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ফেডারেশন। সংশ্লিষ্টরা কোর্সটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি