ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
ফ্রস্ট ব্লাস্ট টি-২০: রানার্স-আপ বসুন্ধরা স্ট্রাইকার্স হ্যাটট্রিকে নায়ক নেইমার, অবনমন দুঃস্বপ্ন এড়ানোর স্বপ্নে সান্তোস ওমানকে ১৩–০ গোলে উড়িয়ে জুনিয়র বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ বাংলাদেশের ‘গাজায় অভিযান আরও শক্তিশালী হবে’—হামলার পর হুঁশিয়ারি ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রীর ভারত থেকে দেশে ফিরেছেন ১৮৬ বাংলাদেশি, বিএসএফ বলছে ‘স্বেচ্ছায় প্রত্যাবর্তন বাড়ছে’ ‘নির্বাচন ছাড়া বিকল্প নেই’- জাতীয় প্রেস ক্লাবে মান্না আরও ৩৬ আসনে প্রার্থীর নাম প্রকাশ করল বিএনপি, মোট তালিকা ২৭২ ঢাকায় আসছেন জুবাইদা রহমান, অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে ফেরার প্রস্তুতি ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি আদিয়ালা কারাগারে ইমরান খানকে দেখে বললেন বোন উজমা—‘তিনি পুরোপুরি সুস্থ’

ডাকসু ও হল সংসদ নির্বাচন ৯ সেপ্টেম্বর

#

ডেস্ক রিপোর্ট

২৯ জুলাই, ২০২৫,  9:07 PM

news image

দীর্ঘ ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর এই দুই নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সম্মেলন কক্ষে এই তফসিল ঘোষণা করেন ডাকসু নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন।

এর আগে, গতকাল সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, আগামীকাল ৩০ জুলাই প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এই তালিকার ওপর আপত্তি জানানো যাবে ৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট।

মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১২ আগস্ট, যা চলবে ১৮ আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৯ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত। ২০ আগস্ট মনোনয়ন বাছাই এবং ২১ আগস্ট প্রাথমিক প্রার্থীতালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৫ আগস্ট এবং চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট বিকাল ৪টায়।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাত ৯টায় ফলাফল ঘোষণা করা হবে। হল সংসদের ফলাফল ঘোষণা করা হবে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে, আর ডাকসুর ফলাফল ঘোষণা করা হবে নবাব নবাব আলী চৌধুরী সিনেট ভবনের সভাকক্ষে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই ঘোষণা শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উৎসাহের জন্ম দিয়েছে। তবে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এই নির্বাচন কতটা স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে।

ডাকসু নির্বাচনকে ঘিরে ছাত্ররাজনীতির বিভিন্ন সংগঠন ইতোমধ্যে নিজেদের প্রস্তুতি নিতে শুরু করেছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ, প্রশাসনের নিরপেক্ষতা ও নিরাপদ ভোট পরিবেশ-এসবই নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ধারণে গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি