নিজস্ব প্রতিবেদক
০৮ নভেম্বর, ২০২৫, 11:58 PM
কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান
কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত, জনগণের কাছে জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব।”
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশনে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “বিএনপি কোনো ধরনের চাপ প্রয়োগের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা মতবিরোধের জায়গায় ‘নোট অব ডিসেন্ট’ দিচ্ছি—এটাই আমাদের ভিন্নমতের শালীন প্রকাশ।”
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “নিজেদের কখনো সংখ্যালঘু ভাববেন না। ধর্মীয় পরিচয়কে কেউ যেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে, সেদিকে সতর্ক থাকুন। বিএনপি বিশ্বাস করে—ব্যক্তি বা দল নয়, দেশের স্বার্থই সর্বাগ্রে।”
তিনি আরও বলেন, “অতীতে বিএনপির প্রায় ৫০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে দেড় লাখ মামলা হয়েছিল, সাতশ’র বেশি নেতাকর্মী নিখোঁজ বা খুন হয়েছিলেন। কারণ, দেশে সেদিন আইনের শাসন ছিল না।”
তারেক রহমান বলেন, “বিএনপি মনে করে, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “ক্ষমতায় গেলে ৫০ লাখ দরিদ্র পরিবারের নারীপ্রধানদের নামে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। পাশাপাশি ক্ষুদ্র কৃষকদের জন্য থাকবে ‘ফার্মাস কার্ড’। যুব সমাজের কর্মসংস্থানের জন্য নেওয়া হবে কারিগরি প্রশিক্ষণ ও বিদেশমুখী দক্ষতা উন্নয়ন উদ্যোগ।”
সম্মেলনে সভাপতিত্ব করেন মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের আহ্বায়ক বাবু সোমনাথ দে। উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিভিন্ন মঠ-মন্দিরের নেতারা।