ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
ফ্রস্ট ব্লাস্ট টি-২০: রানার্স-আপ বসুন্ধরা স্ট্রাইকার্স হ্যাটট্রিকে নায়ক নেইমার, অবনমন দুঃস্বপ্ন এড়ানোর স্বপ্নে সান্তোস ওমানকে ১৩–০ গোলে উড়িয়ে জুনিয়র বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ বাংলাদেশের ‘গাজায় অভিযান আরও শক্তিশালী হবে’—হামলার পর হুঁশিয়ারি ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রীর ভারত থেকে দেশে ফিরেছেন ১৮৬ বাংলাদেশি, বিএসএফ বলছে ‘স্বেচ্ছায় প্রত্যাবর্তন বাড়ছে’ ‘নির্বাচন ছাড়া বিকল্প নেই’- জাতীয় প্রেস ক্লাবে মান্না আরও ৩৬ আসনে প্রার্থীর নাম প্রকাশ করল বিএনপি, মোট তালিকা ২৭২ ঢাকায় আসছেন জুবাইদা রহমান, অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে ফেরার প্রস্তুতি ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি আদিয়ালা কারাগারে ইমরান খানকে দেখে বললেন বোন উজমা—‘তিনি পুরোপুরি সুস্থ’

উপদেষ্টাদের নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে উত্তাপ!

#

ডেস্ক রিপোর্ট

২৪ অক্টোবর, ২০২৫,  12:01 AM

news image

অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে নতুন বিতর্কে উত্তপ্ত হয়েছে রাজনৈতিক অঙ্গন। প্রভাবশালী তিন দল—বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে।

বুধবার ও বৃহস্পতিবার দুই দিনে পৃথকভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে এই অভিযোগগুলো জানায় দল তিনটির প্রতিনিধিরা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির শীর্ষ নেতারা মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তারা অভিযোগ করেন, প্রশাসন ও পুলিশের বদলি-পদায়নে জামায়াতপন্থী কয়েকজন উপদেষ্টা সক্রিয় ভূমিকা রাখছেন।

বিএনপির তালিকায় জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর নাম রয়েছে বলে জানা গেছে। এছাড়া ছাত্র প্রতিনিধি উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধেও রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, জামায়াতে ইসলামীও অভিযোগ করেছে—কিছু উপদেষ্টা বিএনপিপন্থী আচরণ করছেন। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, “আমরা নাম বলিনি, তবে সরকারকে সতর্ক করেছি।”

জামায়াত সূত্রে জানা গেছে, তাদের নজর মূলত প্রশাসন ঘিরে, বিশেষ করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের ভূমিকা নিয়ে।

এনসিপির অভিযোগ আরও ভিন্নধর্মী। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জনপ্রশাসনে বদলি-পদায়নে বড় দলগুলোর ভাগাভাগিতে উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও সহায়তা করা হচ্ছে।”

এ তিন দলের বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন—আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে নতুন প্রশ্ন উঠছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করুক—এটাই আমাদের প্রত্যাশা।”

অন্যদিকে, জামায়াত ও এনসিপি বলছে—তারা সরকারের কাছ থেকে শুধু নিরপেক্ষ আচরণই চায়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি