ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
ফ্রস্ট ব্লাস্ট টি-২০: রানার্স-আপ বসুন্ধরা স্ট্রাইকার্স হ্যাটট্রিকে নায়ক নেইমার, অবনমন দুঃস্বপ্ন এড়ানোর স্বপ্নে সান্তোস ওমানকে ১৩–০ গোলে উড়িয়ে জুনিয়র বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ বাংলাদেশের ‘গাজায় অভিযান আরও শক্তিশালী হবে’—হামলার পর হুঁশিয়ারি ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রীর ভারত থেকে দেশে ফিরেছেন ১৮৬ বাংলাদেশি, বিএসএফ বলছে ‘স্বেচ্ছায় প্রত্যাবর্তন বাড়ছে’ ‘নির্বাচন ছাড়া বিকল্প নেই’- জাতীয় প্রেস ক্লাবে মান্না আরও ৩৬ আসনে প্রার্থীর নাম প্রকাশ করল বিএনপি, মোট তালিকা ২৭২ ঢাকায় আসছেন জুবাইদা রহমান, অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে ফেরার প্রস্তুতি ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি আদিয়ালা কারাগারে ইমরান খানকে দেখে বললেন বোন উজমা—‘তিনি পুরোপুরি সুস্থ’

ইউনূসের সঙ্গে এনসিপি ও জামায়াতের বৈঠক: নির্বাচন নিরপেক্ষ করতে আশ্বাস প্রধান উপদেষ্টার

#

ডেস্ক রিপোর্ট

২৩ অক্টোবর, ২০২৫,  12:03 AM

news image

আগামী সাধারণ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।

বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই দুই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, গণভোট আয়োজন এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “আগামী জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠু করার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।” তিনি সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করে জানান, “একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আমাদের সবার কাম্য।”

জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকে ইউনূস বলেন, “আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। ইতোমধ্যে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, আরও নতুন উদ্যোগও শিগগিরই দেখা যাবে।”

এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্য সদস্যরা হলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

জামায়াতের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন নায়েবে আমির ডা. সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের। দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা‘ছুম ও রফিকুল ইসলাম খান বৈঠকে উপস্থিত ছিলেন।

সরকারের পক্ষ থেকে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

বৈঠকে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, “নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ ও জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চাই। সরকারকে এ বিষয়ে দৃঢ় অবস্থান নিতে হবে।”

প্রধান উপদেষ্টা এনসিপিকে জুলাই সনদে স্বাক্ষরের আহ্বান জানিয়ে বলেন, “এই সনদ জাতির জন্য এক মহামূল্যবান সম্পদ, এখানে সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।”

জামায়াত নেতারা জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের ওপর গণভোট আয়োজনের দাবি জানান।

প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের আগে প্রশাসনের যেকোনো রদবদল তিনি নিজেই তদারকি করবেন এবং নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র: বাসস

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি