ডেস্ক রিপোর্ট
২৫ নভেম্বর, ২০২৫, 12:07 AM
আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রপ্তানির নতুন সুযোগ
আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বি২বি২সি কাঠামোতে রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বৈশ্বিক মার্কেটপ্লেস, সাবসিডিয়ারি কিংবা তৃতীয় পক্ষের ওয়ারহাউজের মাধ্যমে পাওয়া অর্ডারের বিপরীতে সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন দেশের রপ্তানিকারকরা। সোমবার এক সার্কুলারে এ নির্দেশনা দিয়ে ব্যাংকগুলোকে জানানো হয়।
বাংলাদেশ ব্যাংক জানায়, সুপরিচিত আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্ম ও মার্কেটপ্লেসগুলো এ ব্যবস্থায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে। এ ক্ষেত্রে বিদেশী কনসাইনি চূড়ান্ত ক্রেতা না হলেও রপ্তানি কার্যক্রম সম্পন্ন করা যাবে।
নতুন কাঠামো অনুযায়ী, রপ্তানিকারকদের সংশ্লিষ্ট অনলাইন প্ল্যাটফর্ম বা গ্লোবাল ওয়ারহাউজের নিবন্ধনের প্রামাণপত্র এডি ব্যাংকে দাখিল করতে হবে। প্রচলিত রপ্তানির মতো বিক্রয়চুক্তি (সেলস কন্ট্রাক্ট) বাধ্যতামূলক নয়; বরং প্রফর্মা ইনভয়েস–এর ভিত্তিতে পণ্যের ন্যায্য মূল্য ঘোষণা করা যাবে। কনসাইনির নামে প্রস্তুতকৃত শিপিং ডকুমেন্টও ব্যাংক গ্রহণ করবে।
রপ্তানি আয়ের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি একাধিক চ্যানেলে একসঙ্গে আসতে পারে—এ অবস্থায় ব্যাংকগুলো ফার্স্ট-ইন, ফার্স্ট-আউট নীতি অনুসরণ করে রপ্তানি আয় সমন্বয় করবে।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, নতুন নীতিমালা আন্তঃসীমান্ত ই-কমার্স পরিচালনা সহজ করবে এবং ক্ষুদ্র ও মাঝারি রপ্তানিকারকদের জন্য বৈশ্বিক বাজারে নতুন সুযোগ তৈরি করবে।