নিজস্ব প্রতিবেদক
০১ ডিসেম্বর, ২০২৫, 12:01 AM
আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিশেষ গুরুত্ব
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিশ্বসাধারণের দৃষ্টি আরও বাড়ছে। তাঁর অসুস্থতার খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে এএফপি, রয়টার্স, আল-জাজিরা, গালফ নিউজ, আরব নিউজ, পাকিস্তানের দ্য ডনসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ৮০ বছর বয়সী খালেদা জিয়া ফুসফুস সংক্রমণের উপসর্গ নিয়ে ২৩ নভেম্বর থেকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খানের বরাতে এএফপি জানায়, তাঁর অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’।
এএফপি আরও লিখেছে, অবস্থার কিছুটা স্থিতিশীলতা ফিরলে তাঁকে বিদেশে নেওয়ার প্রস্তুতি রয়েছে এবং এজন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স একই তথ্য উল্লেখ করে জানায়—খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও ‘গুরুতর’, এবং তাঁর ছেলে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টিও অনিশ্চিত রয়ে গেছে।
ভারতের এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু ও হিন্দুস্তান টাইমসও খালেদা জিয়ার চিকিৎসা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
শনিবার রাতে হাসপাতালের বাইরে এক ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেন, গত তিন দিন ধরে খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত। বিদেশে নেওয়া সংক্রান্ত বিষয়ে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে।
আজ রোববার নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কোনো উন্নতি হয়নি। তিনি একই জটিল অবস্থায় রয়েছেন।”