ডেস্ক রিপোর্ট
২৬ জুলাই, ২০২৫, 4:38 PM
পপের রাজা’র জীবন এবার রুপালি পর্দায়: কেমন হবে মাইকেল জ্যাকসনের বায়োপিক
তিনি ‘কিং অব পপ’। মাইকেল জ্যাকসন। সংগীত জগতে এমন একটি নাম, যা সম্মানের সঙ্গে স্মরণ করে বিশ্বের নানা প্রজন্ম। এই মহান শিল্পীর জীবন এবার আসছে বড় পর্দায়।
হলিউডে তৈরি হচ্ছে মাইকেল জ্যাকসনের জীবনীভিত্তিক চলচ্চিত্র। ছবির নাম ‘মাইকেল’। ২০২৬ সালের ২৪ এপ্রিল মুক্তির দিন চূড়ান্ত হয়েছে। লায়ন্সগেট প্রযোজিত এই বায়োপিকে তুলে ধরা হবে মাইকেলের জীবনসংগ্রাম, খ্যাতির পথ, এবং ব্যক্তিগত জীবনের টানাপোড়েন।
চলচ্চিত্রটি পরিচালনা করছেন অ্যান্টইন ফুকুয়া, চিত্রনাট্য লিখেছেন জন লোগান। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করবেন তারই ভাতিজা জাফর জ্যাকসন।
প্রথমে এই সিনেমা মুক্তির কথা ছিল ২০২৫ সালে, এরপর ২০২৬ সালের এপ্রিল মাসে দিন ঠিক করা হয়। দেরির পেছনে রয়েছে একাধিক কারণ।
মূলত ১৯৯৩ সালে মাইকেলের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে বিতর্কিত অধ্যায়টি কিভাবে উপস্থাপন করা হবে—তা নিয়ে ছিল আইনি ও নৈতিক জটিলতা। ছবির প্রাথমিক চিত্রনাট্যে জর্ডন চ্যান্ডলারের প্রসঙ্গ ছিল, তবে পরে সেটি বাদ দেওয়ার চুক্তি ফাঁস হয়ে যাওয়ায় ছবিটি আবার নতুন করে সম্পাদনা করতে হয়েছে। ফলে পিছিয়ে যায় মুক্তির তারিখও।
এছাড়া ছবিটি প্রথমে দুই পর্বে মুক্তির পরিকল্পনা থাকলেও, পরবর্তীতে এক পর্বেই সব উপাদান যুক্ত করে প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ভক্তদের জন্য এই সিনেমা নিঃসন্দেহে একটি বিশেষ উপহার। কারণ তারা এখানে দেখতে পাবেন মাইকেল জ্যাকসনের জীবনের অজানা অধ্যায়, পারিবারিক সম্পর্ক, শিল্পী হয়ে ওঠার সংগ্রাম এবং আন্তর্জাতিক তারকাখ্যাতির পেছনের গল্প।
এই বায়োপিক শুধু বিনোদনের জন্য নয়, বরং ইতিহাসের এক অংশের সাক্ষ্য বহন করবে—বিশ্বসংগীতের ইতিহাসে যিনি একমাত্র ‘কিং অব পপ’।