ঢাকা ২৬ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলামের পক্ষে ‘একটি বাক্স’ দেওয়ার ঘোষণা, অপপ্রচারের অভিযোগ ইসলামী আন্দোলনের আমিরের আদানির বিদ্যুৎ কিনতে বছরে ৪০০–৫০০ মিলিয়ন ডলার অতিরিক্ত দিচ্ছে বাংলাদেশ: জাতীয় কমিটি স্ত্রী-সন্তানের মরদেহ কারাফটকে, প্যারোল না পাওয়ায় প্রশ্নের মুখে প্রশাসন জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস আন্তর্জাতিক শিক্ষা দিবস ও শিক্ষার নতুন ভাবনা এনসিপির প্রার্থী তালিকায় তরুণদের দাপট চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলা

গুজব উড়িয়ে দিলেন পরিচালক– কালা জাহাঙ্গীরের জীবনী নয় শাকিবের ছবি

#

ডেস্ক রিপোর্ট

৩০ জুলাই, ২০২৫,  9:20 PM

news image

ঢালিউড সুপারস্টার শাকিব খানের আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া নতুন একটি সিনেমা ঘিরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চলছে জোর আলোচনা। গুঞ্জন উঠেছে, এটি ঢাকার কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে। তবে নির্মাতারা এসব দাবি পুরোপুরি ভিত্তিহীন ও গুজব বলে সরাসরি অস্বীকার করেছেন।


পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতানা এক লিখিত বিবৃতিতে বলেন- আমরা যে সিনেমাটি নির্মাণ করছি, তা কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবন কাহিনির উপর ভিত্তি করে নয়। এটি সম্পূর্ণ মৌলিক একটি গল্প। সোশ্যাল মিডিয়ায় যেসব তথ্য ছড়িয়েছে, সেগুলো সঠিক নয়।

নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটিতে ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। এরপর থেকেই গুঞ্জন ছড়াতে থাকে যে, এটি নব্বই দশকের ঢাকার শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরকে ঘিরে নির্মাণ হচ্ছে। বিষয়টিকে একেবারে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে প্রযোজকদল।

বিবৃতিতে আরও বলা হয়- সিনেমাটি লার্জার দ্যান লাইফ স্কেলে নির্মাণ করা হচ্ছে। ৯০ দশকের ঢাকাকে ঘিরে এতে ক্রাইম, লাভ, অ্যাকশন, ইমোশন এবং ফ্যামিলি ড্রামা- সবই থাকবে। এটি পুরোপুরি একটি ফিকশনাল গল্প, বাস্তব কোনো অপরাধী বা চরিত্রের সাথে এর মিল নেই।

পরিচালক আবু হায়াত মাহমুদ জানান, শাকিব খান সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হলেও, চূড়ান্ত নাম এখনও প্রকাশ করা হয়নি। আগস্ট মাসে সিনেমার নাম ঘোষণা করা হবে। তখন আরও কিছু চমক থাকতেও পারে।

সিনেমাটির গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। চিত্রনাট্য যৌথভাবে করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও জনপ্রিয় লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন।

নির্মাতা ও প্রযোজকদলের ভাষায়, ঢাকাই সিনেমার হারানো গৌরব ফিরিয়ে আনার চেষ্টায় আমরা একটি বড় মাপের চলচ্চিত্র তৈরি করছি। এতে বাস্তবতা, রোমাঞ্চ আর পারিবারিক অনুভূতির দারুণ মিশেল থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি