ঢাকা ২৬ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলামের পক্ষে ‘একটি বাক্স’ দেওয়ার ঘোষণা, অপপ্রচারের অভিযোগ ইসলামী আন্দোলনের আমিরের আদানির বিদ্যুৎ কিনতে বছরে ৪০০–৫০০ মিলিয়ন ডলার অতিরিক্ত দিচ্ছে বাংলাদেশ: জাতীয় কমিটি স্ত্রী-সন্তানের মরদেহ কারাফটকে, প্যারোল না পাওয়ায় প্রশ্নের মুখে প্রশাসন জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত মহিউদ্দিন খান খোকন: বাংলাদেশের পর্যটন শিল্পের এক নক্ষত্রের নাম কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত পিনাকল হেলথ কেয়ারে নতুন ডেন্টাল ইউনিট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিস আন্তর্জাতিক শিক্ষা দিবস ও শিক্ষার নতুন ভাবনা এনসিপির প্রার্থী তালিকায় তরুণদের দাপট চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলা

আসছে হাবিবুর রহমান বাবুর উপন্যাস ‘ফেরার পথে’

#

নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারি, ২০২৬,  11:48 PM

news image

আগামী অমর একুশে বইমেলায় পাঠকসমাজের জন্য নতুন এক সৃজনশীল উপন্যাস নিয়ে আসছেন হাবিবুর রহমান বাবু। তার এই উপন্যাস ‘ফেরার পথে’ প্রকাশিত হচ্ছে সাহিত্যদেশ প্রকাশনা থেকে। বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী তুনিশা সুমাইয়া তুলতুল, এবং প্রকাশক শফিক সাইফুল জানান, বইটির প্রকাশ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

প্রকাশক শফিক সাইফুল বলেন, “হাবিবুর রহমান বাবুর লেখা ‘ফেরার পথে’ আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি। এটি শুধু সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে নয়, সামাজিক ও মানবিক দিক থেকেও সমৃদ্ধ। উপন্যাসে সমসাময়িক সমাজের নানা প্রেক্ষাপট উঠে এসেছে। বিশেষ করে বর্তমান সময়ের একটি মারাত্মক সামাজিক ব্যাধি—মাদক। এ নিয়ে সচেতনতামূলক বার্তা বইটিতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। তরুণ সমাজ কীভাবে মাদকের প্রলোভনে পড়ে ভয়াবহ অন্ধকার পথে হারিয়ে যাচ্ছে, তার চিত্র উপন্যাসে প্রাণবন্তভাবে তুলে ধরা হয়েছে। আমি বিশ্বাস করি, এটি পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলবে।”

উপন্যাসটি সম্পর্কে সাহিত্যিক ও সাংবাদিক তানভীর আলাদিন বলেন, “হাবিবুর রহমান বাবু একজন তরুণ, প্রতিভাবান লেখক ও সাংবাদিক। তার প্রকাশিত কাব্যগ্রন্থ ‘শাড়ি পরে এসো’ আমি আগেই পড়েছি, এবং তা আমার অত্যন্ত প্রিয়। আশা করি, তার লেখা উপন্যাস ‘ফেরার পথে’ পাঠকের কাছে কেবল সাহিত্যিক আনন্দ নয়, বরং সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে পৌঁছাবে।”

বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশনের সভাপতি, কবি ও সব্যসাচী লেখক প্রত্যয় জসীম বলেন, 'ফেরার পথে' এটি একটি সামাজিক উপন্যাস। বিদ্যমান সমাজের নানা অসংগতির বহুমাত্রিক রূপ আলোচ্য উপন্যাসে আমরা দেখতে পাই। নানা ঘটনা-দুর্ঘটনার মাঝেও অবিশ্বাস্য গতিতে এ উপন্যাস তার গন্তব্যের দিকে ধাবিত হয়েছে। 

এখানে লেখক গল্পের ভেতরে আরো বহু গল্পের ইঙ্গিত দিয়েছেন। লেখক এখানে সফল। গল্পের বুনন, শিল্পরূপ, ভাষা-ভঙ্গি, সমাজ, বাস্তবতা এসব বিবেচনা করলে লেখক পরিপক্কতার পরিচয় দিয়েছেন।

হাবিবুর রহমান বাবু একজন কবি, সাহিত্যিক এবং সাংবাদিক। অমর একুশে বইমেলা ২০২৪-এ তার কাব্যগ্রন্থ ‘শাড়ি পরে এসো’ ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করেছিল। পেশাগত জীবনে তিনি দেশের একাধিক মূলধারার গণমাধ্যমে কাজ করেছেন এবং বর্তমানে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাগরিক টেলিভিশন-এ কর্মরত আছেন। এছাড়াও তিনি পেশাদার সাংবাদিকদের সংগঠন ইউথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি-এর কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

২০২৪ সালের নভেম্বরে হাবিবুর রহমান বাবু আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ অনুষ্ঠানে একজন প্রতিনিধি বাংলাদেশী সাংবাদিক হিসেবে অংশগ্রহণ করেন। তার সাংবাদিকতা ও সাহিত্যকর্ম দুই ক্ষেত্রেই তিনি সমাজের প্রগতিশীল বার্তা তুলে ধরার জন্য পরিচিত।

‘ফেরার পথে’ কেবল সাহিত্যিক রূপে নয়, সামাজিক সচেতনতার দিক থেকেও পাঠককে ভাবাবে। অমর একুশে বইমেলায় এটি পাঠক ও সাহিত্যপ্রেমীদের জন্য এক গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি